‘চায়না-ইউরোপ এগ্রিমেন্ট অন জিওগ্রাফিকেল ইন্ডিকেশন্স’ কার্যকর; দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে
2021-03-01 18:13:03

‘চায়না-ইউরোপ এগ্রিমেন্ট অন জিওগ্রাফিকেল ইন্ডিকেশন্স’ কার্যকর; দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে_fororder_0301yang5-2

‘চায়না-ইউরোপ এগ্রিমেন্ট অন জিওগ্রাফিকেল ইন্ডিকেশন্স’ কার্যকর; দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে_fororder_0301yang5-1

মার্চ ১: আজ (সোমবার) থেকে ‘চায়না-ইউরোপ এগ্রিমেন্ট অন জিওগ্রাফিকেল ইন্ডিকেশন্স’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এ চুক্তির আওতার মধ্যে রয়েছে মদ, চা, কৃষিপণ্য, বিভিন্ন খাদ্যপণ্যসহ ২৭৫টি পণ্য। এ চুক্তি দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক আদানপ্রদান বাড়াবে বলে বিশ্লেষকরা মনে করেন।

চুক্তি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে চীনের ১০০টি ও ইউরোপের ১০০টি পণ্য পরস্পরের বাজারে সুরক্ষিত হবে। এর মধ্যে চীনের আনচি সাদা চা, ফানচিন চাল, আনিছিউ আদা এবং ফিশিয়ান সোয়াবিন আচার রয়েছে। আর ইউরোপের রয়েছে কাভা মদ, শ্যাম্পেন, ফেটা পনির, এয়ারিশ উইস্কি, মিউনিখ বিয়ার ও ইতালির প্রসিকিউটো।

 

চুক্তি কার্যকর হওয়ার ৪ বছর পর চীন ও ইউরোপ আরও ১৭৫টি পণ্য চুক্তিতে অন্তর্ভুক্ত করবে।

উল্লেখ্য, ২০২০ সালে চীন ইউরোপের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়। দু’পক্ষের বাণিজ্য ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৪৯.৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।  (ইয়াং/আলিম/হাইমান)