‘যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন রিপোর্ট’ প্রকাশ করবে বেইজিং
2021-03-01 19:08:59

মার্চ ১: ‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্খন প্রতিবেদন’ প্রকাশ করবে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়। আজ (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে মহামারী নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ব্যর্থতা ও এর কুফল, মার্কিন গণতন্ত্রের বিশৃঙ্খলায় সৃষ্ট সামাজিক সমস্যা, জাতিগত বৈষম্যের ফলে মার্কিনি সংখ্যালঘুদের খারাপ পরিস্থিতি, সামাজিক অস্থিরতায় জনসাধারণের নিরাপত্তাহীনতা, ধনী-দরিদ্রের ব্যবধান বৃদ্ধি,  আন্তর্জাতিক বিধি লঙ্ঘনের মাধ্যমে মানবিক বিপর্যয় সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা, ইত্যাদি স্থান পাবে।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের বিক্রি ও ব্যবহার বৃদ্ধি এবং এর ফলে মানবাধিকার পরিস্থিতির অবনতির বিষয়টিও তুলে ধরা হবে। মহামারী নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বৃদ্ধির বিষয়টিও এতে স্থান পাবে।  (ছাই/আলিম/স্বর্ণা)