উহানের গবেষণাগার থেকে কোভিড ছড়িয়ে পড়া অসম্ভব: হু’র বিশেষজ্ঞ
2021-03-01 19:07:00

মার্চ ১: সম্প্রতি চীনের উহানে তদন্তকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বিশেষজ্ঞ ডোমিনিক ডোয়ার এক প্রবন্ধে লিখেছেন, কোভিড-১৯ মহামারীর ভাইরাস উহানের গবেষণাগার থেকে ছড়িয়ে পড়তে পারে না। এ ভাইরাস সম্ভবত বাদুড় থেকেই মানুষে ছড়িয়েছে। আর উহানের হুয়ানান বাজারটিও সম্ভবত মহামারীর আসল উত্স নয়। ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকায় বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। (ছাই/আলিম/স্বর্ণা)