‘মানুষ যাতে বীমার টাকা সঠিকভাবে পায়, সে ব্যাপারে যত্নবান হতে হবে’
2021-03-01 19:34:25

 

‘মানুষ যাতে বীমার টাকা সঠিকভাবে পায়, সে ব্যাপারে যত্নবান হতে হবে’_fororder_11111111111

মার্চ ০১: বীমার প্রিমিয়ামের পাওনা প্রদানে কোম্পানি ও কর্তৃপক্ষকে আরও বেশি যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের আলোচনায় এ কথা বলেন সরকারপ্রধান। গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, “গ্রাহকেরা প্রিমিয়ামটা যেন সঠিকভাবে দেন সেটাও যেমন প্রয়োজন আবার বীমার টাকাও যেন সঠিকভাবে পান সে বিষয়েও যত্নবান হওয়া একান্তভাবে প্রয়োজন।”

বীমাখাতের গুরুত্বের নানাদিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনীতি যত বিস্তৃত হবে এর প্রয়োজনীয়তা তত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। বীমা যাতে সাধারণ মানুষের মাঝে আরও গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, “বীমা থেকে যে সুফল পেতে পারে মানুষ, এ সম্পর্কে কিন্তু মানুষের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি আপনারা যারা বীমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নেবেন, মানুষের মাঝে যাতে সচেতনতাটা বৃদ্ধি পায়।”

কোম্পানিগুলোকে বীমা পদ্ধতি ডিজিটালাইজড করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা বীমার শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা। এ উদ্যোগের মাধ্যমে সারাদেশের ৫০ হাজার শিক্ষার্থী শিক্ষা বীমার আওতায় আসলো।

এবারের বীমা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মুজিববর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার। (আজহার/শান্তা)