শিক্ষার বহুমুখীকরণে জোর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2021-02-28 19:16:07

শিক্ষার বহুমুখীকরণে জোর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা_fororder_11111111

ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে লক্ষ্যে শিক্ষার বহুমুখীকরণ ও প্রযুক্তি শিক্ষার ওপর জোর দেয় তার সরকার। রোববার সকালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। তিনি বলেন, “আমরা যে ১২টা বিশ্ববিদ্যালয় করেছিলাম, তার মধ্যে দুটো বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী দানিশ ও পটুয়াখালির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এই দুটিকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেও আমরা নির্দেশনা ছিলো যে এটা কৃষির ওপর সবচেয়ে শিক্ষা দেবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং গবেষণা হবে। এভাবে শিক্ষাকে বহুমুখি করা। যাতে আমাদের ছেলেমেয়েরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। সে ব্যবস্থা নেওয়া। আমরা সে ব্যবস্থা নিয়েছিলাম। কম্পিউটার শিক্ষা ও সেই সাথে সাথে কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়া। এই প্রযু্ক্তি শিক্ষার ওপর আমরা গুরুত্ব দিয়েছিলাম।” অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী এ সময় সমাজের বিত্তশালীদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখারও আহ্বান জানান সরকারপ্রধান। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আগামীর প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বলেন, “আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলবোই। আজকেরই ছেলে মেয়েরাই তো হবে আগামীর সোনার বাংলার সোনার ছেলেমেয়ে।” এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক পর্যায়ের ২০২০-২০২১ অর্থবছরের ১ কোটি ৬৩ লাখ ৮৮২ জন ছাত্র-ছাত্রীর মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ৮৭ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা; ভর্তি সহায়তা বাবদ ১২৩ জন শিক্ষার্থীকে ৬ লাখ ৭৮ হাজার টাকা এবং দুর্ঘটনায় আহতদের আর্থিক অনুদান বাবদ ৪ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকাসহ মোট ৮৭ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান।

(আজহার/শান্তা)