উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2021-02-27 19:04:32

উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা_fororder_1

ফেব্রুয়ারি ২৭: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন তিনি। জাতির পিতার জন্ম শতবর্ষ পালন এবং স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের এ তাত্পর্যপূর্ণ উত্তরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের সব ধ্বংস প্রাপ্ত হয়েছিল। শূন্য হাতে দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশের বর্তমান উন্নয়ন নতুন প্রজন্মের জন্য আশার ও গৌরবের বলেও উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি। সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের ও গর্বের’।

 (শান্তা)