কোভিড-১৯ টিকার উতপাদন ও সরবরাহ আরও বাড়াবে ইইউ
2021-02-26 16:41:02

ফেব্রুয়ারি ২৬: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতৃতৃবন্দ ভিডিও সংযোগের মাধ্যমে এক সম্মেলনে মিলিত হন। এতে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপর ফোকাস করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা সবাই মনে করেন, এখনও ইইউ দেশসমূহের মহামারী পরিস্থিতি অনেক খারাপ। বিশেষ করে, কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি অতিরিক্ত চ্যালেঞ্জ বয়ে এনেছে। তাই ইইউকে কোভিড-১৯ টিকার উতপাদন, বণ্টন ও প্রদানের গতি আরও বাড়াতে হবে। 

ইউরোপীয় কমিশনের সভাপতি চার্লস মিশেল ভিডিও সম্মেলনের এক সংবাদ সম্মেলনে জানান, ইইউ’র প্রধান ফোকাস হচ্ছে কোভিড-১৯ টিকার উতপাদন ও সরবরাহ আরও দ্রুত করা। 

তিনি বলেন, “ইউরোপীয় কমিশনের সংশ্লিষ্ট শিল্পের সাথে সহযোগিতা জোরদার করার ব্যাপারকে আমাদের সমর্থন দেয়া উচিত। যাতে সরবরাহ চেইনের নিরাপত্তা সম্প্রসারণ ও নিশ্চিত করা যায় এবং টিকার উতপাদনের সক্ষমতা উন্নত করা যায়।”

ওই দিন ইউরোপের ওষুধ প্রশাসন জানায়, ইতোমধ্যে সংশ্লিষ্ট টিকা উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানসমূহকে নতুন দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে নতুন প্রজাতির ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে বর্তমানের টিকাকে সমন্বয় করতে সাহায্য করা যায়। 

চার্লস মিশেল প্রেস ব্রিফিংয়ে আরও জানান, সম্মেলনে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের আলোচনার অন্যতম বিষয় ছিল কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতির বয়ে আনা চ্যালেঞ্জ মোকাবিলা করা। তাঁরা এ বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন। 

তিনি বলেন, “আমাদেরকে ভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত করার গতি আরও দ্রুত করতে হবে। এ প্রক্রিয়ায় ভাইরাস শনাক্ত করায় আমাদের সক্ষমতা উন্নত করার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, কোভিড-১৯ টিকার উদ্ভাবন ও উন্নয়নে আরও অর্থ বরাদ্দ করা উচিত আমাদের। এতে ভাইরাসের নতুন প্রজাতিকে মোকাবিলা করতে পারে এমন টিকা দ্রুত উন্নয়ন হবে।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইইউ গণটিকাদান কার্যক্রম শুরু করে। কিন্তু টিকার সরবরাহের অভাবের কারণে ইইউতে টিকা প্রদানের গতি যুক্তরাষ্ট্র ও বৃটেনের চেয়ে অনেক কম। 

চার্লস মিশেল আরও জানান, ইইউতে ইতোমধ্যে ২কোটি ৯০লাখ ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়। তা ইইউর ২৭টি দেশের মোট জনসংখ্যার প্রায় ৬.৪শতাংশ। টিকার সরবরাহ পূনরুদ্ধার ও উতপাদনের সক্ষমতা উন্নত করে ইইউ টিকা প্রদানের গতি উন্নত করতে পারবে বলে আশাবাদী।

তিনি বলেন, “টিকার সরবরাহের মূল সমস্যা সমাধান করতে আমরা এখন টিকার উতপাদনের বেস নির্মাণ করছি। ইইউতে এখন মোট ৪১টি টিকার উতপাদন স্থল রয়েছে। আরও বেশি ফার্মাসিউটিকেল প্রতিষ্ঠান কোভিড-১৯ টিকা উতপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।”

 (আকাশ/এনাম/রুবি)