সি-ম্যাক্রঁ ফোনালাপ
2021-02-26 11:32:37

ফেব্রুয়ারি ২৬: গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ’র সঙ্গে ফোনালাপ করেছেন।

 

সি চিন পিং বলেন, দু’পক্ষের উচিত পারস্পরিক আস্থা গভীরতর করা, কার্যকরভাবে একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্যোগকে সম্মান করা, এবং গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তি কার্যকর করা।

 

তিনি বলেন, দুদেশেরই জ্বালানী, বিমান চলাচল ও কৃষি পণ্যসহ বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা অব্যাহতভাবে নতুন অগ্রগতি অর্জন করে চীন-ফ্রান্স সহযোগিতার নতুন চালিকাশক্তি তৈরি করা উচিত।

 

তিনি আরও বলেন, চীন ও ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ এবং দায়িত্বশীল বড় রাষ্ট্র। দু’দেশের উচিত অব্যাহতভাবে বহুপাক্ষিকতা অনুসরণ করে আন্তর্জাতিক সমাজের ন্যায্যতা বিধানে কাজ করা।

 

পরামর্শ, সহযোগিতা, উন্মুক্ততা ও ক্ষমাকে ত্বরান্বিত করে, মানবজাতি যত তাড়াতাড়ি সম্ভব কোভিড-১৯ মহামারী পরাজিত করবে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ফ্রান্স-চীন সম্পর্ক উন্নয়নের ইতিবাচক মূল্যায়ন করেন। ফ্রান্স উন্মুক্ত ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে চীনের সঙ্গে  গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। পাশাপাশি, ইউরোপ-চীন আদান-প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করতে চায় ফ্রান্স।

 

প্রেমা/এনাম/রুবি