সি-দুকো ফোনালাপ
2021-02-26 11:17:22

ফেব্রুয়ারি ২৬: গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকোর সঙ্গে ফোনালাপ করেছেন।

 

চীনা প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-কলম্বিয়া সম্পর্ক স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন বজায় রেখেছে। এ সময়ে বাস্তব সহযোগিতা সুবিন্যস্ত ও উন্নত হয়। কোভিড-১৯ মহামারীতে দু’পক্ষ একে অপরকে সহানুভূতি ও সমর্থন জানায়।

 

তিনি বলেন, চীন অব্যাহতভাবে কলম্বিয়ায় মহামারী প্রতিরোধ কাজে সমর্থন দেয়ার পাশাপাশি কলম্বিয়ার সঙ্গে টিকা সহযোগিতা চালাবে। চীন সরকার ও চীনা প্রতিষ্ঠানসমূহ কলম্বিয়ায় বিনিয়োগ বাড়াতে চায়। পাশাপাশি, জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোয় কলম্বিয়ার সঙ্গে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক চীন।

 

কলম্বিয়ার প্রেসিডেন্ট চীনের সাথে আগামি ৪০ বছরের জন্য সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা, আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করার ইচ্ছা প্রকাশ করেন।

 

তিনি বলেন, দু’দেশের সম্পর্ক আরও বেশি সাফল্য অর্জন করবে। এবং কলম্বিয়া চীনের সঙ্গে টিকা সহযোগিতা জোরদার করার প্রত্যাশা করে।

প্রেমা/এনাম/রুবি