থান ইয়ুং লিন
2021-02-25 18:22:00

থান ইয়ুং লিন_fororder_tan

থান ইয়ুং লিন, ১৯৫০ সালের ২৩ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকং-এর বিখ্যাত কণ্ঠশিল্পী, সুরকার ও অভিনেতা।

 

১৯৬৮ সালে থান ইয়ুং লিন ‘Loosers’ সংগীত ব্যান্ডে যোগ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। ১৯৭৩ সালে তিনি ‘winner’ সংগীত ব্যান্ডে যোগ দেন। ১৯৭৫ সালে থান ইয়ুং লিনের প্রথম চলচ্চিত্র ‘সবাই খুশি’ মুক্তি পায়। ১৯৭৮ সালে ‘winner’ সংগীত ব্যান্ড ভেঙে যাওয়ার পর তিনি আর কোনো সংগীত ব্যান্ডে যোগ দেননি।

 

বন্ধুরা, এখন শুনুন থান ইয়ুং লিনের গান ‘তারা’। গানের কথা এমন: চোখ বন্ধ করে মনে শান্তি আসে। আবারো চোখ খুলে সামনের দিকে তাকাই। ঠান্ডা রাত, হাল্কা বাতাস বয়; এই মরুভূমিতে খুঁজি- কোথায় আমার ভবিষ্যত্! চাঁদ দেখা যায় না, হারিয়েছি পথ! শুধু তারা দেখা যায়!

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন থান ইয়ুং লিনের গান ‘আগামীকাল তুমি কি আমাকে আরো ভালোবাসবে’? গানের কথা এমন: মধ্যরাতের রেডিওতে, একটি গান ভেসে আসে। তা আমাদের পরিচিত সুর। তুমি ভুলে গেছো, কিন্তু আমার মনে আছে। আগামীকাল তুমি কি আমাকে আরো ভালোবাসবে? আমি ভালোবাসার নিয়ম জানি, কিন্তু একদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে!

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন থান ইয়ুং লিনের কণ্ঠে আরেকটি সুন্দর গান- ‘একসাথে চলার দিন’। গানের কথায় বলা হয়েছে: কীভাবে একসাথে চলার দিনগুলো বিবেচনা করা যায়। এখন শুধু আমি এই পথে আছি। কীভাবে মনের সব কথা তোমাকে জানানো যায়। কেউ আমাকে বুঝতে পারে নি। শুধু তুমি, আমাকে ভালো দিনগুলো দিয়েছো।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবার যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘ভালোবাসা ও ব্যথার সীমান্ত’। গানের কথাগুলো এমন: কল্পনা করতে পারি না, একদিন, রাতের বৃষ্টিতে, আমি পথ খুঁজে পাই নি। আমি একাই মধ্যরাতে তোমার অপেক্ষা করি। তোমার সঙ্গে দেখা করা, আমার মনের আকাঙ্ক্ষা। যদি তুমি আমাকে আর ভালো না বাসো, কেন আমাকে মিথ্যা বলেছো।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন থান ইয়ুং লিনের গান ‘সবসময় তোমার উত্সাহ পাই’। গানের কথা এমন: বিদায়ের রাতে, স্বপ্ন ও ভালোবাসা নেই। এই রাতে কীভাবে তোমাকে পাবো! রাতের বৃষ্টিতে আর তোমাকে পাই নি।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থান ইয়ুং লিন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)