বাংলাদেশে করোনার টিকা নিয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ।
2021-02-24 19:47:51

ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশে গণটিকাদান কার্যক্রম শুরুর পর থেকে গেল ১৪ দিনে সারাদেশে টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন ।  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুধু রাজধানী ঢাকাতেই এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন  ৩ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ।

 

সবাইকে উৎসাহিত করতে প্রতিদিনই টিকা নিচ্ছেন সরকারের উর্ধ্বতণ কর্মকর্তাসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা। আজ টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।

 

সারাদেশে ১ হাজারেরও বেশি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলছে এ কার্যক্রম। এতে কাজ করছেন ৪২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী। আর এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধনের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে।

 

এদিকে ভারত থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ৬’শ ৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

অভি/সাজিদ