চীনা উপহারের টিকা এবার মিশরে
2021-02-24 15:13:42

ফেব্রুয়ারি ২৪:স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) ভোরে মিশরকে উপহার দেওয়া চীনের প্রথম দফা কোভিড-১৯ টিকা কায়রোতে পৌঁছেছে। আরব লীগের সচিবালয়কে দেওয়া চীনের টিকাও একই বিমান বহন করে নিয়ে যায়। 

চীনা উপহারের টিকা মিশরকে হস্তান্তর করা হয়। টিকা উপহার হচ্ছে চীন-মিশর মহামারী প্রতিরোধ সহযোগিতার খাতে দুদেশের নেতৃবৃন্দের মতৈক্যসমূহ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গতকাল মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা উপমন্ত্রী জেনারেল ওয়াইল এল সাঈ, মিশরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিও লি ছিয়াংসহ দু’দেশের প্রতিনিধিরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা টিকার চালানকে স্বাগত জানান। 

রাষ্ট্রদূত লিয়াও লি ছিয়াং জানান, চীন ঘোষণা করেছে যে, কোভিড-১৯ টিকাকে বৈশ্বিক গণপণ্যে পরিণত করবে।টিকা সহায়তা হচ্ছে এ গুরুত্বপূর্ণ ঘোষণা বাস্তাবায়নের বাস্তব কার্যক্রম। এতে চীন-আরব ও চীন-মিশর একসাথে অভিন্ন স্বাস্থ্য কমিউনিট প্রতিষ্ঠা করার চিত্র ফুটে ওঠেছে। এটি দু’পক্ষের নতুন যুগে অভিন্ন লক্ষ্যের কমিউনিট প্রতিষ্ঠার একটি স্থির পদক্ষেপ। চীন আশা করে, মিশরকে চীনা টিকা প্রদানের মাধ্যমে কার্যকরভাবে মিশরের গণস্বাস্থ্য রক্ষা করবে। মিশরের মহামারি প্রতিরোধ পরিস্থিতকে সাহায্য করবে এবং দু’দেশের মহামারী প্রতিরোধ সহযোগিতা জোরদার হবে। 

তিনি বলেন,“পরবর্তীতে মিশরের সাথে আমরা আরও বেশি মহামারী প্রতিরোধ সহযোগিতা করব। চীন ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশকে সহায়তা প্রদান করেছে, তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে উন্নয়নশীল দেশ। ২০টিরও বেশি দেশ চীনা টিকা কেনার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের সাথেও সহযোগিতা করছে চীন। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমরা এক কোটি ডোজ টিকা সহায়তা প্রদান করেছি। এটাও প্রধানত উন্নয়নশীল দেশসমূহকে সহায়তা দেওয়ার জন্য। চীনের টিকা সহায়তা কোনো রাজনৈতিক লক্ষ্যের সাথে সম্পৃক্ত নয়। কোনো আর্থিক স্বার্থের সাথে জড়িত নয়। এটি কোনো রাজনৈতিক শর্তের সাথেও সংযুক্ত নয়। আমরা বলছি , জণগণের টিকা, জনগণের জন্য সেবা।” 

জেনারেল ওয়াইল এল সাঈ মিশরের সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের টিকা সহায়তা কার্যক্রমের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, মহামারীর মুখে এবং অন্য যে কোনে দুর্যোগের সময় মহান চীনের জনগণ মিশরের পাশে থাকে। চীন মিশরকে অনেক দফা চিকিতসা সমগ্রী সহায়তা প্রদান করেছে। 

তিনি বলেন,“স্বাস্থ্য খাতে মিশর ও চীন ব্যাপক সহযোগিতা চালাচ্ছে। এটি দু’দেশের জনগণের সুসম্পর্ক ও বন্ধুত্বের প্রতিফলন। মিশরে চীনা টিকার গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি অনেক বেশি। চীনা টিকার উপর মিশরের অনেক বিশ্বাস ও আস্থা রয়েছে।”
  
গতকাল বিকেলে মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী ড. হালা জায়েদ ও চীনের রাষ্ট্রদূত লিও লি ছিয়াং একসাথে চীনা টিকা হস্তান্তর অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী বলেন,“কোভিড-১৯ টিকার সরবরাহ সীমাবদ্ধ। বৈশ্বিক টিকা বন্টন চ্যালেঞ্জের সম্মুখীন। এমন সময় মিশরের বন্ধুদেশ হিসেবে চীন টিকা সহায়তা দিয়েছে। আমরা চীনের এ কর্মকাণ্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়। এটি দু’দেশের জনগণের সুসম্পর্ক ও মহমারীর সময়ে দু’পক্ষের ঐতিহাসিক সহযোগিতার উজ্জল দৃষ্টান্ত। গোটা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে এবারের মহামারীতে চীন যে অসাধারণ প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করেছে, তা বিভিন্ন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ।”

ফেব্রুয়ারি ২৪ , ২০২২
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ