জোং জেন থাও
2021-02-24 11:58:04

জোং জেন থাও আবার কেনি বি নামেও সমধিক পরিচিত। তিনি ১৯৫৩ সালের ২৩ ফেব্রুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা। ১৯৭৩ সালে তিনি ‘উইন্নারস’ নামে সঙ্গীতদল গঠন করে এর প্রধান গায়ক হিসেবে কাজ করতেন। ১৯৭৫ সালে তিনি টিভি স্টেশনে গানের অনুষ্ঠান উপস্থাপন করতেন।

জোং জেন থাও_fororder_src=http___00.imgmini.eastday.com_mobile_20170418_3f76b954ea86c1b1bcd8704174d436b6.jpeg&refer=http___00.imgmini.eastday

প্রিয় বন্ধুরা, তাহলে আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের কেনি বির একটি গান শোনাব, গানের নাম  ‘তুমি আমার হৃদয়ে গভীর চিহ্ন’। শুনুন তাহলে গানটি।

 

প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ‘তুমি আমার হৃদয়ে গভীর চিহ্ন’ গানটি শুনছিলেন, সেটা হলো তাইওয়ানের এক টিভি নাটকের গান। গানটি ১৯৯৩ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়। ১৯৭৯ সালে কেনি বি তাইওয়ানে গিয়ে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অ্যাং লির পরিচালনায় দু’টো চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র দুটো গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে সেরা নাটক পুরষ্কার জিতে। ‘দীর্ঘ জীবন’ হল কেনি বি অভিনীত চলচ্চিত্র ‘দ্য চাইনিজ ফিস্টে’র থিম সং। এ গানে তিনিই কণ্ঠ দিয়েছেন। তাহলে এখনই আমরা গানটি শোনব, কেমন? 

জোং জেন থাও_fororder_src=http___dingyue.nosdn.127.net_h6UjADSadjpcSykfFiykAf1SR2FDH5IrX8r5ralTcxX611543199087268compressflag&refer=http___dingyue.nosdn.127

প্রিয় বন্ধুরা, ‘যতক্ষণ তুমি আমার চেয়ে ভালভাবে জীবনযাপন করো’ হল কেনি বির ১৯৮৯ সালে প্রকাশিত ম্যান্ডারিন অ্যালবাম ‘কবি ও প্রেমিকে’র একটি গান। গানটি চীনের মূল-ভূভাগে অনেক জনপ্রিয় ছিল। গানটির সুর খুবই সহজ কিন্তু লিরিক্স অনেক আন্তরিক। গানটি অনেকেরই মুখস্ত। আচ্ছা প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের সঙ্গে গানটি শোনব, কেমন?।

 

‘আমার বিশ্ব শুধু তুমি জানো’ কেনি বির জনপ্রিয় গানগুলোর অন্যতম। সূর্যোদয় বা সূর্যাস্ত শুধু একটি শাশ্বত স্বপ্নের জন্য। যাতে তোমাকে আলোকপাত করে। তুমি যেন পৃথিবী ভ্রমণ করে আমাকে খুঁজে বের করো। কারণ আমার বিশ্ব শুধু তুমি জানো। কথাগুলি অনেক সুন্দর, তাইনা? তাহলে বন্ধুরা, আমরা এক সাথে গানটি শুনব।

জোং জেন থাও_fororder_b812c8fcc3cec3fd281c652dd688d43f8794274c

‘তোমার চোখে দেখা আমার উচিত নয়’ কেনি বি ও তাইওয়ানের বিখ্যাত গায়িকা সু রুইয়ের যৌথ একক গান। পাশাপাশি একটি টিভি নাটকের শেষ গান। গানটি কেনি বির অ্যালবাম ‘বিশ্বস্ত হওয়া বারণ’ থেকে নেওয়া। কেনি বি অনেক টিভি নাটকের জন্য গান গেয়েছেন। একই সময়ে তিনি অনেক টিবি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। আমার মনে হয়, নাটক বা চলচ্চিত্রে অভিনয় করার কারণে তিনি আরও ভালোভাবে গানের অন্তর্নিহিত অর্থ তোলে ধরতে পারেন। আচ্ছা, তাহলে এখনই আমি গানটি আপনাদের শোনাব, কেমন?

 

‘গভীর অনুভূতির দিনগুলি’ কেনি বি ‘উইন্নারস’ সঙ্গীতদলের সদস্য থাকাকালে সঙ্গীতদলের সাথে গেয়েছিলেন। এটা আসলে একটি ক্যান্টোনিজ গান। যদিও সঙ্গীতদলটি ভেঙ্গে দেওয়া হয়েছে, তবুও তখনকার দিনগুলি ভুলে যাবে না কেউ। তাহলে আমরা এক সাথে তখনকার দিনগুলি অনুভব করি। 

জোং জেন থাও_fororder_src=http___image.huanghepiao.com_d_file_20200222_2b795a352b6da28ac3f00bdfa12cb02d.png&refer=http___image.huanghepiao

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের কেনি বির অন্য আরেকটি গান শোনাই। গানের নাম ‘স্মৃতি’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।

 

(প্রেমা/এনাম)