চীনের সিনচিয়াংয়ে কানাডার হস্তক্ষেপের অধিকার নেই: চীনা মুখপাত্র
2021-02-23 19:08:14

ফেব্রুয়ারি ২৩: সিনচিয়াং-বিষয়ক কানাডার প্রতিনিধি পরিষদের প্রস্তাব বাস্তবতা উপেক্ষা করে চীনের বিরুদ্ধে অপবাদ দিয়েছে এবং চীনের মুখে কালি লেপন করেছে। দেশটির আচরণ গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। চীন এর তীব্র নিন্দা জানায় ও দৃঢ় বিরোধিতা করে। এ সম্পর্কে চীন কানাডাকে কঠোর মনোভাব দেখিয়েছে।

আজ (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ প্রতিবাদ জানিয়েছেন।

মুখপাত্র বলেন, সিনচিয়াংয়ের প্রকৃত বিষয় হলো সহিংসতা দমন ও চরমপন্থা। সিনচিয়াংয়ে জাতিসংঘ ঘোষিত ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধের কর্ম পরিকল্পনা’ বাস্তবায়ন করছে চীন। অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে আইনানুগভাবে চরমপন্থা দূরীকরণে কাজ করছে চীন। চীনের পদক্ষেপ সম্পূর্ণভাবে ‘জাতিসংঘের বিশ্বব্যাপী সন্ত্রাসদমন কৌশলের’ নীতি ও চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কানাডার কিছু রাজনীতিবিদ ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে রাজনীতি করেছে যা অলিম্পিক ঘোষণার লঙ্ঘন এবং অলিম্পিক গেমস ও ক্রীড়াবিদদের স্বার্থে আঘাত হেনেছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)