রোববারের আলাপন: বাবা-মায়ের কোল পৃথীবির সবচেয়ে নিরাপদ আশ্রয়
2021-02-19 20:40:55

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

আকাশ: শুভ চীনা নববর্ষ! 
এনাম: শুভ চীনা নববর্ষ! 
আকাশ: ভাই, আপনি বসন্ত উত্সব ছুটিতে কোথায় কোথায় গিয়েছেন এবং কী কী খেয়েছেন? আপনি ইতোমধ্যে চীনে ৩টা বসন্ত উতসব কাটিয়েছেন, তাইনা? এ সম্পর্কে আপনার  অনুভূতি বা মজার স্মৃতি আমাদের  সঙ্গে শেয়ার করতে পারেন?
এনাম:...
 ভাইয়া,তাহলে আমরা আগের মতোই চীনের বসন্ত উত্সবের কথা বলবো, কেমন?
আকাশ: হ্যাঁ। সান সি এবং ছু ই, মানে চীনা নববর্ষের আগের দিন এবং প্রথম দিন। এ দুই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পর হচ্ছে ফো উ, মানে নববর্ষের পঞ্চম দিন।
এনাম: ফো উ, এ দিন কী কী করেন?
আকাশ: এ দিনের পর উত্সব ধীরে ধীরে শেষ হয়ে যায়, সবকিছু সান সি’র আগের দিনের মতো আবার স্বাভাবিক হয়ে আসে। এদিনটি খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমরা সান সি, ছু ই’র মতো আবার এদিন চিয়াও জি তৈরি করে খাই এবং আতশবাজি ফোটাই। 
এনাম: আবার চিয়াও জি? হাহা! তাহলে আমরা ‘ভাতে মাছে বাঙালি’র মতো বলতে পারবো চিয়াও জি, চিয়াও জি, চাইনিজ। হাহা!
আকাশ: হাহা! আমি ভাবছি, এ কথা অন্তত চীনের উত্তরাঞ্চলের জনগণের জন্য ঠিক। 
এনাম: ভাই, তাহলে ফো উ’র পর বসন্ত উত্সব শেষ, তাইনা?
আকাশ: ফো উ’র পর বসন্ত উত্সব প্রায় শেষ, কিন্তু নববর্ষের ১৫তম দিন আবার একটি গুরুত্বপূর্ণ দিবস। বলা যায়, এদিনের পর বসন্ত উত্সব শেষ হয়ে যায়। এ দিবসের নাম হচ্ছে ইয়ুয়ান শিয়াও চিয়ে, অর্থাত্ লণ্ঠন দিবস।
এনাম: লণ্ঠন দিবস?
আকাশ: হ্যাঁ। এ দিবসের দু’টি রীতিনীতি আছে। একটি হচ্ছে ইয়ান সিও খাওয়া। 
এনাম: ইয়ান সিও, মানে ইয়ান সিও চিয়ের ওই ইয়ান সিও?
আকাশ: হ্যাঁ। আপনি ঠিকই বলেছেন। চিয়ে মানে দিবস, ইয়ান সিও চিয়ে মানে ইয়ান সিও দিবস। ইয়ান সিও হচ্ছে একটি খাবার, এ খাবারটি গোলাকার ধরনের, এটি চালের গুড়া দিয়ে তৈরি করা হয়, এর ভেতরে মিষ্টি থাকে। সিদ্ধ করে খেতে হয়। অনেক মজার, ভাই, আপনি এটা খেয়েছেন আগে?
এনাম: হ্যাঁ। বন্ধুরা, আমি তাহলে আপনাদেরকে ইয়ান সিও সম্পর্কে বলছি, কেমন? .... আকাশ ভাই, তাহলে এদিন সবাইকে ইয়ান সিও খেতে হয়, তাইনা?
আকাশ: হ্যাঁ। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খেতে হয়। ইয়ান সিও গোলাকার, মানে পরিবারের সবাই একসাথে, অর্থাত একত্র হত্তয়া। যদি পরিবারের সবাই একসাথে হয়, তাহলে জীবন হবে সুখী ও সমৃদ্ধ, তাইনা?
এনাম: হাহা, এখন আমি বুঝতে পেরেছি। তাহলে ওই দিন আমিও ইয়ান সিও খাবো।
আকাশ: ভাই, বাংলাদেশে ইয়ান সিও’র মত খাবার  আছে কি?
এনাম:....ভাই, ইয়ান  সিও খাওয়া ছাড়া লণ্ঠন দিবসে আর কী কী করা হয়?
আকাশ: আপানি ইতোমধ্যে বলেছেন, এদিন আমরা লণ্ঠন উপভোগ করি। আমার জন্মস্থান হান তানের সবচেয়ে প্রধান রাস্তা হচ্ছে চোং হুয়া স্ট্রিট। এদিন হান তানের সব প্রতিষ্ঠান বড় বড় লণ্ঠন বা দলীয় লণ্ঠন তৈরি করে এবং চোং হুয়া স্ট্রিটের দু’পাশে একটার পর একটা বিভিন্ন ধরনের লণ্ঠন ঝুলিয়ে রাখে। ইয়ান সিও দিবসে সন্ধ্যার সময় আমি এবং মা একসাথে এ লণ্ঠন প্রদর্শনী দেখতাম। প্রচুর মানুষ এ লণ্ঠন প্রদর্শনী দেখে। দেখে মনে হয়, হয়তো হান তান শহরের সব মানুষ এদিন সন্ধ্যায় একসাথে চোং হুয়া স্ট্রিটে গিয়ে একটি পার্টিতে অংশ নিচ্ছেন। আমি এবং মা অনেক দূর হাটাহাটি করে এ প্রদর্শনী দেখি, ক্লান্ত হলেও এ স্মৃতি কখনোই ভুলতে পারবো না। ভাই, বাংলাদেশের লণ্ঠন উপভোগ সম্পর্কে কোন দিবস বা বিশেষ রীতিনীতি আছে কি?
এনাম:...
এনাম: পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা মা-বাবা। আমি মনে করি বসন্ত উত্সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে মা-বাবা এবং পরিবার। এ নিয়ে আমি কিছু বলতে চাই।...
আকাশ: বন্ধুরা, আমরা এ কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব অর্থাত্ বসন্ত উত্সব নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। এনাম ভাই ঠিক বলেছেন, বসন্ত উত্সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে মা-বাবা এবং পরিবার। আমরা আবারও কামনা করি, নতুন বছরে সবার মা-বাবা,পরিবার, আত্মীয়স্বজন ,বন্ধু,সবাই সুস্থ্য থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, এবং শান্তিতে থাকবেন।
এনাম:...
আকাশ: বন্ধুরা, বসন্ত উত্সব বা ঈদের পর, চীনে বা বাংলাদেশে, আমরা সবাই হয়তো জন্মস্থান থেকে কর্মস্থলে ফিরে যাই। কিন্তু, আমাদের মন, আমাদের স্পিরিট, সবসময়ই আমাদের জন্মস্থান, আমাদের মা-বাবা এবং আমাদের পরিবারের সঙ্গে থাকে, তাইনা? একটি কথা আমি অনেক পছন্দ করি,  বাড়ি থেকে দূর থাকার পর, এবং লম্বা সময় বাড়ি ফিরে যেতে না পারার পর, বাড়ির সত্য অর্থ বুঝতে পারা যায় , তাইনা?। কিন্তু আমি প্রস্তাব দিতে চাই, যত পারেন মা-বাবার সঙ্গে থাকুন। তাদেরকে বেশি বেশি সময় দিন। 
এনাম:...
আকাশ: অনুষ্ঠান শেষে আমরা জন্মস্থান সম্পর্কিত একটি গান শুনবো, কেমন? গানটি গেয়েছেন চীনা শিল্পী থেরেসা তেং। গানের নাম- ‘ছোট গ্রামের সাথে প্রেম’। 

আঁকাবাঁকা ছোট নদী, সবুজ পাহাড়,
একটি ছোট গ্রামকে জড়িয়ে আছে।
নীল আকাশ, ফুলের সৌরভ
সবসময়ই আমার মনে
আমার জন্মস্থান,
তুমি ভালো আছো?
তোমার কথা সবসময় আমার মনে পড়ে।
আমি তোমার কাছে ফিরে আসতে চাই,
তোমার কাছে ফিরে আসতে চাই।
সুন্দর গ্রাম, সুন্দর দৃষ্টি,
সবসময় আমি স্বপ্নে দেখি।
স্বপ্নে আমি আমার অবিস্মরণীয় জন্মস্থানে ফিরে যাই,
ওই আঁকাবাঁকা ছোট নদী, সবুজ পাহাড়
সবসময় আমার মনে পড়ে।
অবিস্মরণীয় ছোট নদী, অবিস্মরণীয় পাহাড়,
অবিস্মরণীয় ছোট গ্রাম, 
আমি সেখানে গান গেয়েছি, আমি সেখানে বড় হয়েছি,
সবসময় আমার মনে পড়ে।
আমার জন্মস্থান,
তুমি ভালো আছো?
তোমার কথা সবসময় আমার মনে পড়ে।
আমি তোমার কাছে ফিরে আসতে চাই,
তোমার কাছে ফিরে আসতে চাই।
সুন্দর গ্রাম, সুন্দর দৃষ্টি,
সবসময় আমি স্বপ্নে দেখি।