বসন্ত উতসবে ভোক্তাদের বিপুল কেনাকাটা চীনের অর্থনৈতিক প্রাণশক্তির প্রতিফলন: সিআরআই সম্পাদকীয়
2021-02-18 20:50:26

ফেব্রুয়ারি ১৮: চীনের চন্দ্র পঞ্জিকা অনুসারে ষাঁড় বর্ষের বসন্ত উতসবে চীনের ভোক্তারা ৮০ বিলিয়ন ইউয়ানেরও বেশি মূল্যের কেনাকাটা করেছেন। 

গতকাল (বুধবার) চীনা বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত উপাত্ত মতে, এবারের বসন্ত উতসবে দেশের গুরুত্বপূর্ণ খুচরা ও রেঁস্টোরেন্ট খাতে বিক্রির পরিমাণ ছিল ৮০.২১ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৮.৭শতাংশ বেশি। ভোগ্য পণ্যের বাজার নতুন বছরে চীনের অর্থনীতিতে প্রাণশক্তি যোগাতে থাকবে।

এ বছরের বসন্ত উতসব আগের চেয়ে কিছুটা ব্যতিক্রমভাবে পালিত হয়। সব দোকান ও অনলাইন বিক্রির প্ল্যাটফর্ম উতসবের সময় খুলা ছিল। উতসবের প্রথম ৬ দিনে দেশব্যাপী অনলাইন খুচরা বেচাকেনার পরিমাণ ১২ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। তাছাড়া, দেশব্যাপী পার্সেল বিলির পরিমাণ ৪৮ কোটিতে পৌঁছায়, যা গত বছরের একই সময়ের ৩গুণ।  

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পূবার্ভাস দেওয়া হয় যে, ভবিষ্যতে চীনের অধিবাসীদের প্রতি বছরের গড় ভোগ-ব্যয় ৭.৯শতাংশ বৃদ্ধি পাবে। এটি বিশ্বের সবচেয়ে বেশি। পূবার্ভাসে আরও বলা হয়, ২০৩০ সালে চীনের অধিবাসীদের মোট ভোগ-ব্যয়ের পরিমাণ ১২.৭ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি হিসেবে চীনের ভোগ্য বাজার বিশ্বের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। চীনের ভোগ্য পণ্যের আমদানি চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বের ব্যবসায়ীরা যদি চীনের ভোক্তাদের রুচি ও চীনা বাজার সম্পর্কে জানতে পারেন, তাহলে তাঁরা ব্যাপক সুযোগ আবিস্কার করতে পারবেন। সিআরআইয়ের এক সম্পাদকীয়তে এসব বলা হয়। (আকাশ/এনাম/রুবি)