আন্তর্জাতিক সংস্থা প্রধানদের বসন্ত উত্সবের শুভেচ্ছা
2021-02-15 16:10:22

 

ফেব্রুয়ারি ১৫: সম্প্রতি জেনেভায় নিযুক্ত জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক, বিশ্ব মেধাসত্ব সংস্থার মহাপরিচালক ও  আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব চীনা মানুষকে জানিয়েছেন বসন্ত উত্সবের শুভেচ্ছা।

আন্তর্জাতিক সংস্থা প্রধানদের বসন্ত উত্সবের শুভেচ্ছা_fororder___172.100.100.3_temp_9500033_1_9500033_1_6016_e00ec650-7a34-44ed-bd60-d969b805a490

জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভ্যালোভায়া বলেন, অনলাইনে চীনা বসন্ত উত্সব পালন করতে পেরে তিনি খুব খুশি। তিনি নতুন বছরে চীনা মানুষের স্বাস্থ্য ও কল্যান কামনা করেন।

তিনি বলেন, “২০২০ সাল থেকে আমরা শিখেছি যে, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। চলতি বছর খুবই গুরুত্বপূর্ণ। ২০২১ সাল চীনা চন্দ্র পঞ্জিকা অনুসারে  ষাঁড় বর্ষ। ষাঁড় একটি শক্তিশালি ও প্রাণবন্ত পশু। আমি আন্তরিকভাবে আশা করি, প্রত্যেকে ষাঁড় বর্ষে সুখি, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবন কাটাবেন।”বিশ্ব মেধাসত্ব সংস্থার মহাপরিচালক ড্যারিন ট্যাং সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।

তিনি বলেন, “আশা করা যায়, সবার সঙ্গে সহযোগিতা করে অভিন্ন স্বার্থ বাস্তবায়ন করতে পারব আমরা। এবং আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনযাপন উন্নত করতে পারব।”

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ানের মহাসচিব চাও হো লিন প্রত্যেকের জন্য সুখি পরিবার ও কাজের সফলতা কামনা করেন।

তিনি বলেন, “আমি সবাইকে জানাই সর্বোচ্চ আন্তরিক শুভেচ্ছা। আশা করি, সবাই ভাল, সমৃদ্ধ ও সুখে থাকবেন। আপনি ও আপনার আত্নীয়দের জীবন ও কাজে সফলতা অর্জন করতে পারবেন।”

তাছাড়া, চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষে নানা দেশের নেতৃবৃন্দও চীনের জনগণ ও বিশ্বের সকল চীনাদেরকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। গ্রীসের পর্যটনমন্ত্রী ষাড় বছরে তাঁর প্রত্যাশা প্রকাশ করে বলেন, “আমি আশা করি, নতুন বছর সবাইকে সমৃদ্ধি ও সুখি জীবন উপহার দেবে। ২০২১ চীন ও গ্রীসের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। কারণ এ বছর চীন-গ্রীস সংস্কৃতি ও পর্যটন বর্ষ পালিত হবে। অনেক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসবের মাধ্যমে মহান দুটি সভ্যতা সহশ্রাধিক বছরের ঐতিহ্য ভাগাভাগি করবে”।

চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিউনিটির রুশ চেয়ারম্যান বরিস টিতোভ চীনা মানুষদেরকে জানিয়েছেন বসন্ত উত্সবের শুভেচ্ছা।তিনি বলেন, “সুপ্রিয় বন্ধুরা, আমি চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিউনিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে সবাইকে জানাচ্ছি বসন্ত উত্সবের শুভেচ্ছা। শুভ নববর্ষ। সবার সবকিছু ভাল হোক।”

এশিয়া-রুশ শিল্পপতি ইউনিয়নের চেয়ারম্যান ভিটালি ম্যানকিভিচ বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে সবাই নতুন সফলতা অর্জন করতে পারবে বলে তিনি কামনা করেন।তিনি বলেন, “আশা করি, প্রতিটি পরিবার সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে। সবাইকে জানাই বসন্ত উত্সবের শুভেচ্ছা এবং নতুন বছরে চীন আরও সমৃদ্ধ হোক, নতুন সফলতা অর্জন করুক। শুভ নববর্ষ।”

শিশির/এনাম/রুবি