উহান সম্পর্কিত তথ্য ষড়যন্ত্র তাত্ত্বিকদের হতাশ করবে: সিএমজি সম্পাদকীয়
2021-02-11 20:21:20

ফেব্রুয়ারি ১১: মঙ্গলবার চীনের উহানে আয়োজিত চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র কোভিড-১৯ গবেষণাদলের যৌথ সাংবাদিক সম্মেলনে দলপ্রধান পিটার বেন এমবারেক বলেন, ল্যাবে মহামারীর ভাইরাসের তৈরি বা সেখান থেকে তা ছড়িয়ে পড়া অসম্ভব।  

এ তথ্য পুনরায় প্রমাণ করেছে যে, উহান ভাইরাস গবেষণালয়ের কোনো ভুল নেই। এতে ষড়যন্ত্র তাত্ত্বিকরা হতাশ হবেন নিঃসন্দেহে।  

এ ছাড়াও, হু’র বিশেষজ্ঞদল জানায়, চীন ভাইরাসের উত্স তদন্তে বাধা দেয়নি। এতে এ সংক্রান্ত মিথ্যাচারও ব্যর্থ হয়ে গেছে। সম্প্রতি হু ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে প্রচুর তথ্য ও পরিসংখ্যান নিয়ে গবেষণা করেছেন। তাঁরা জিনইনথান হাসপাতাল, হুনান সিফুড বাজার, চীনা বিজ্ঞান একাডেমির উহান ভাইরাস গবেষণাসহ নয়টি সংস্থা ও জায়গা পরিদর্শন করেছেন। তাঁরা চীনা চিকিত্সাকর্মী, গবেষক, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মী, আবাসিক এলাকার কর্মী, সুস্থ হওয়া রোগী ও সাধারণ নাগরিকদের কাছ থেকে তথ্য নিয়েছেন।

এতে প্রতিফলিত হচ্ছে যে, ভাইরাসের উত্স অনুসন্ধানের ক্ষেত্রে চীন বরাবরই উন্মুক্ত ও স্বচ্ছ ছিল। ভাইরাসের উত্স অনুসন্ধানে চীন বাধা দিয়েছে বলে কোনো প্রমাণ নেই। এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। (ছাই/আলিম)