চীনে যে যেখানে আছেন, সেখানেই বসন্ত উত্সব পালন করুন: সরকারি আহ্বান
2021-02-10 14:59:54

বন্ধুরা, শুভ নববর্ষ। আমি জিনিয়া। আজ বসন্ত উত্সবের ছুটির পঞ্চম দিন। প্রত্যেকের সুখী ও স্বাস্থ্যকর জীবন কামনা করি। এ বছর চীনের সরকার, মহামারী পরিস্থিতিতে, সবাইকে নিজ নিজ স্থানে অবস্থান করতে ও বসন্ত উত্সব উপভোগ করতে আহ্বান জানিয়েছে। আমিও এ আহ্বানে সাড়া দিয়েছি। নতুন বছরের প্রথম দিন তথা বসন্ত উত্সব উদ্‌যাপনের জন্য এবার আমি আমার জন্মস্থান জিয়াংসি শহরে যাইনি। অবশ্য, আমার বাবা-মা আগেই বেইজিংয়ে এসেছিলেন। ফলে আমি তাদের সঙ্গে বসন্ত উত্সব কাটাতে পারছি। তবে, অনেকেই আমার মতো সৌভাগ্যবান নন। তাদের অনেকেই পিতামাতা-আত্মীয়স্বজনকে ছাড়াই এবারের বসন্ত উত্সব কাটাতে হচ্ছে।

 

সাধারণত নববর্ষের সময় বেইজিং ফাঁকা হয়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। অনেকেই মহামারীর কারণে বেইজিংয়েই অবস্থান করছেন। আবার কারুর বাবা-মা বেইজিংয়ে এসেছেন ছেলে-মেয়েদের সঙ্গে উত্সব পালন করতে।

 

আমি কিছুদিন আগে বাবা-মাকে নিয়ে একটি সুপার মার্কেটে গিয়েছিলাম। দেখলাম, লোকে লোকারণ্য!

 

যাইহোক, এবার চীনের বিভিন্ন শহরে বাসিন্দাদের জন্য নতুন নতুন সুবিধাজনক নীতি গ্রহণ করেছে স্থানীয় সরকারগুলো। আসুন, সেসব সুবিধার সঙ্গে পরিচিত হই।

 

গুয়াংতুং প্রদেশের ঝংসান সিটিতে পুরো পরিবারের ছবি নিখরচায় তোলা যায়। গুয়াংতুংয়ে থাকছেন এমন কোনো বাংলাদেশি বন্ধু আছেন কি? আপনার পরিবারের সবাইকে নিয়ে নিখরচায় ছবি তোলার কথা ভুলবেন না যেন!

 

থিয়েনচিন, চিয়াংসু এবং চেচিয়াংয়ের বন্ধুরা সরাসরি লাল খাম পেতে পারেন! আর লাল খাম মানে টাকা! ঈর্ষনীয়! তাই না? হা হা হা।

 

চেচিয়াং এবং হুনানের বন্ধুরা কী সুবিধা পাচ্ছেন? তারা ভাতা পেতে পারেন। আরও আছে স্থানীয় পার্কে নিখরচায় ভ্রমণের সুযোগ! কর্মকর্তা-কর্মচারীদের বাচ্চাদের নিখরচায় যত্ন নেওয়ার ব্যবস্থাও আছে।

 

অবশেষে, আমার জন্মস্থান চিয়াংসি প্রদেশের সুবিধাজনক ব্যবস্থা একবার দেখুন! লাল খাম! ভোক্তা কুপন! বুদ্ধিমান পরিবহন পরিষেবা! সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন! এটি দুর্দান্ত, আমি আশা করি বন্ধুরা আমার জন্মের শহর চিয়াংসিতে আনন্দময় বছর উপভোগ করতে পারবেন!

 

বেইজিংয়েও অনেক সুবিধাজনক ব্যবস্থা রয়েছে! আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি আমার বাবা-মায়ের সাথে বিনামূল্যে সিনেমা দেখতে যাচ্ছি! বন্ধুরা, শুভ নববর্ষ!

 

(জিনিয়া/আলিম/শুয়েই)