চুও ই থিং
2021-02-10 16:47:30

চুও ই থিং_fororder_zhuo

চুও ই থিং, ১৯৮১ সালের ২ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পী, অভিনেত্রী, এবং সুরকার। ১৯৮৬ সালে চুও ই থিং আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে পা রাখেন। ১৯৮৮ সালে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চুও ই থিং-এর গান ‘প্রিয় মানুষ চলে গেছে’। গানের কথা এমন: তুমি চলে গেছো তিন বছর, তুমি আর ফিরে আসো না; কী আশ্চর্য ব্যাপার! আমাদের সব ভালোবাসা, তুমি ভুলে গেছো! কল্পনা করতে পারি না, কল্পনা করতে পারি না, তুমি অন্যের সঙ্গে চলে যাবে, আর আমাকে সঙ্গে দেখা করবে না!

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চুও ই থিং-এর গান ‘আর্দ্র হৃদয়’। গানের কথা এমন: কিছু একটা আমার চোখকে ভিজিয়ে দেয়, তোমার চলে যাওয়ার ছায়া দেখা হয় না। কিছু একটা আমার হৃদয়কে হিমায়িত করে, তোমার উষ্ণতা সেখানে ধরা পড়ে না। কে ভালোবাসা দিয়ে আমার এই আর্দ্র হৃদয়কে উষ্ণ করতে পারে? কে আমার এই গভীর ভালোবাসাকে উপলব্ধি করতে পারে?

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চুও ই থিং-এর গান ‘গোলাপী রংয়ের স্মৃতি’। গানের কথায় বলা হয়েছে: গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল চলে গেছে, গোপন কথা রেখে গেছে। তবে মনে রাখবে মনে রাখবে, তোমাকে জানাবো না। এতো মিষ্টি, এতো মিষ্টি, কিভাবে ভুলে যাই? রোম্যান্টিক গ্রীষ্মকাল, এবং রোম্যান্টিক তুমি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চুও ই থিং-এর কন্ঠে আরেকটি গান, গানের নাম ‘আগামীকাল আরও সুন্দর হবে’। গানের কথা এমন: ঘুমিয়ে পড়া হৃদয়কে জেগে উঠাও। এই ব্যস্ততার বিশ্বকে দেখো। বসন্তের বাতাস মনের কথাকে বুঝে না, যুবকের মনকে দেয় নাড়া। তোমার আবেগকে গাইবে, তোমার স্বপ্নকে আলিঙ্গন করবে, আগামীকালের জন্য শুভকামনা করবে।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন চুও ই থিং-এর গান ‘প্রার্থনা’। গানের কথা এমন: কতো প্রার্থনা মনে আছে। সবাই ব্যর্থতাকে না-দেখার কামনা করি, সাফল্য সবসময় চাই। এই পৃথিবীতে শুধু বসন্ত থাকুক চাই। আনন্দ দুঃখকে পরিবর্তন করুক। দারিদ্র্য পালিয়ে যাক; আনন্দ এবং সুখ চারদিকে ছড়িয়ে পড়ুক।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চুও ই থিং-এর গান ‘ছোটবেলা’। খেলার মাঠে প্রজাপতি, ক্লাস শেষ করে না শিক্ষক। ক্লাস শেষের অপেক্ষা করি, স্কুল শেষের অপেক্ষা করি। খেলাধুলার সেই ছোটবেলার অপেক্ষা করি।

আচ্ছা,শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চুও ই থিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)