আজকের টপিক: চীনের সহযোগিতায় উহানে কাজ শুরু করেছেন হু’র বিশেষজ্ঞ দল
2021-02-02 17:23:45

আজকের টপিক: চীনের সহযোগিতায় উহানে কাজ শুরু করেছেন হু’র বিশেষজ্ঞ দল_fororder_0202topic

ফেব্রুয়ারি ২: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং গত রোববার জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)’র বিশেষজ্ঞরা চীনের করোনাভাইরাসের প্রাদর্ভাবের কেন্দ্র স্থল উহানের হুয়ানান সামুদ্রিক খাবারের বাজার এবং দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন। তারা চীনের প্রথম সারির স্বাস্থ্য কর্মী এবং প্রথম দিকে আক্রান্ত রোগীদের সঙ্গেও কথা বলেছেন।

১৪ দিনের কোয়ারান্টাইন শেষ করে গত শুক্রবার থেকে বিশ্বের বিভিন্ন দেশের ১৩জন বিজ্ঞানীদের নিয় গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলটি চীনা চিকিত্সকদের সহযোগিতায় তাদের গবেষণা শুরু করেছেন।

তাঁরা হুপেই প্রাদেশিক চাইনিজ ও ওয়েস্টার্ন মেডিসিনের ইন্টিগ্রেটেড হাসপাতাল এবং উহান চিনইনথান হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতাল দুটোই করোনা মহামারী শুরুর দিনগুলোতে রোগীদের চিকিত্সা দেওয়ার প্রধান কেন্দ্র ছিল। পরবর্তী দিনগুলোতে হু’র দলটি স্থানীয় বিধিমালা এবং সংক্রামক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিয়ম মেনে চলার ভিত্তিতে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত স্থানীয় গবেষণা সংস্থা এবং বাণিজ্যিক বাজার সফর করবে।