সিনচিয়াং নিয়ে পশ্চিমা ষড়যন্ত্র কখনোই সফল হবে না: সিআরআই সম্পাদকীয়
2021-01-29 21:03:25

জানুয়ারি ২৯: ‘পরিশ্রমীদের হাতে তৈরী হয় সবেচেয় সুস্বাদু নান রুটি’—এটি চীনের সিনচিয়াংয়ের একটি জনপ্রিয় প্রবাদ। তার অর্থ হচ্ছে পরিশ্রমের মাধ্যমে সুন্দর জীবন গড়তে হয়। তবে, কতিপয় পশ্চিমা রাজনীতিবিদ ও তথ্যমাধ্যম উইগুরদের ‘সুখী জীবনের জন্য প্রচেষ্টা’কে তথাকথিত ‘জবরদস্তি শ্রম’ আখ্যা দিচ্ছে। 

সিনচিয়াংয়ের উইগুর জাতির জনগণের চাকরি করার বাসনাকে পশ্চিমারা চীনের বিরুদ্ধে অপ্রচারের লক্ষ্যবস্তু বানিয়েছে। এতে তারা সিনচিয়াংয়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। 

নতুন প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২০ সালে সিনচিয়াংয়ের অধিবাসীদের মাধা পিছু আয় ২০১৫ সালের চেয়ে ৬,৯৮৬ইয়ান বেড়েছে। সেখানে বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৭.২শতংশ। এতে দেখা যায় যে, উন্নয়নের সুফল সিনচিয়াংয়ের জনগণ উপভোগ করছেন। তাঁদের জীবনযাপনের মান দিন দিন উন্নত হচ্ছে। ফলে সিনচিয়াং নিয়ে পশ্চিমাদের চীন-বিরোধি গুজব ধুপে টিকছে না এবং বিশ্ববাসী এসব প্রচারণাকে হাস্যকর বলছেন।  

সম্প্রতি সিনচিয়াং উইগুর জাতির একজন মেয়ে একটি ভিডিওর মাধ্যমে নিজের জাতির একটি প্রবাদের মাধ্যমে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-এর মিথ্যাচারের প্রতিবাদ করেছেন—‘কুকুর ঘেউ ঘেউ করে, আর উট এগিয়ে যেতে থাকে’। আসলে সব অপপ্রচারে লক্ষ্য হচ্ছে সিনচিয়াংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করা।  চীনের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করা। তবে, পশ্চিমা গুজব কোনভাবেই সফল হবে না বলে সিআরআইয়ের এক সম্পাদকীয়তে বলা হয়।(আকাশ/এনাম/রুবি)