বিশ্বায়নকে শক্তিশালী করা আন্তর্জাতিক সমাজের আকাংখ্যার প্রতিফলন: সিআরআই সম্পাদকীয়
2021-01-27 19:49:43

জানুয়ারি ২৭: বর্তমানে কোভিড-১৯ মহামারির অজুহাতকে সামনে রেখে  কেউ কেউ বিশ্বায়নের বিরোধিতা করছে। তবে তাদের এহেন বিরোধীতাকে অনেকে আবার  বাস্তবতা বিবর্জিত বলে মনে করছে। তারা মনে করছে যে, মহামারি নিয়ন্ত্রণে আনতে চাইলে বিশ্বায়নের বিকল্প নেই।

 

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দাভোস ফোরামের বৈঠকে বিশেষ ভাষণ দেওয়ার সময় বলেছেন, অর্থনৈতিক বিশ্বায়ন সামাজিক উত্পাদনের উন্নয়নের চাহিদা মেটাতে খুবই প্রয়োজন।  মহামারির অজুহাতে বিশ্বায়ন ঠেকানো এবং অবরোধ জারি করা যাবে না। কারণ এসব কোন পক্ষের স্বার্থের সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয়। আজ (বুধবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এমন মন্তব্য করা হয়েছে।

 

সম্পাদকীয়তে বলা হয়েছে, চার বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো দাভোস ফোরামে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, অর্থনৈতিক বিশ্বায়নের সঙ্গে সঙ্গে নতুন সমস্যা দেখা দেয়। তবে, সে কারণে বিশ্বায়ন বন্ধ করা যাবে না, বরং বিশ্বায়নকে সঠিক পথে এগিয়ে সিয়ে যেতে হবে। যাতে বিশ্বায়নের সৃষ্ট কল্যাণ বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে যায়। বিশেষ করে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের পর থেকে সবাই উপলব্ধি করেছে যে, ভ্যাকসিন গবেষণা ও বিতরণে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের সহযোগিতা প্রয়োজন। বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারেও বিশ্বজুড়ে উত্পাদনের সমন্বয় দরকার। তাই বিশ্বায়নের প্রবনতা বজায় রাখা আন্তর্জাতিক সমাজের আকাংখ্যার প্রতিফলন।

 

(রুবি/এনাম/শিশির)