বাংলাদেশের বাজারে করোনা টিকা বিক্রি করবে বেক্সিমকো
2021-01-13 20:06:06

ঢাকা, জানুয়ারি ১৩, সিএমজি বাংলা: সরকারকে টিকা সরবরাহের পাশাপাশি দেশের বাজারে বাণিজ্যিকভাবেও করোনা টিকা বিক্রি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার সাক্ষাৎকারে এ কথা জানান প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। সরকারি টিকাদান কর্মসূচির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা আমদানি করবে বেক্সিমকো- যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসবে চলতি মাসের ২৫ তারিখের মধ্যে।

 

এর বাইরে বেক্সিমকো আলাদাভাবে দেশের বাজারে বিণিজ্যিকভাবে সরবরাহের জন্য ৩০ লাখ ডোজ টিকা কেনার চুক্তি করেছে। প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা আনবে বেক্সিমকো। প্রতিষ্ঠানটি সেরামের কাছ থেকে প্রতি ডোজ টিকা কিনবে ৮ ডলারে। আর দেশের বাজারে প্রতি ডোজ বিক্রি করবে ১৩ ডলারের কিছু বেশিতে— বাংলাদেশি টাকায় যা ১ হাজার ১২৫ টাকার মতো। আগামী মাসে প্রতিষ্ঠানটি টিকা বিক্রি শুরু করবে।