চীনের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের সংস্কারে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে
2020-11-28 15:42:25

নভেম্বর ২৮: চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কোম্পানিকরণের সংস্কারে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। গতকাল (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রায়ত্ত সম্পদ তত্ত্বাবধান ও পরিচালনা কমিশনের উপ-মহাপরিচালক ওয়াং চিয়ে মিং বেইজিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এ পর্যন্ত কমিশনের অধীনস্থ কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৬৮টি গ্রুপ কোম্পানির সংস্কার ২০১৭ সালেই শেষ হয়েছে; কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের শাখা কোম্পানির সংস্কারও সম্পন্ন হয়েছে। প্রাদেশিক পর্যায়ের রাষ্ট্রায়ত্ত সম্পদ তত্ত্বাবধান ও পরিচালনা কমিশনের আওতাধীন প্রথম শ্রেণীর শিল্পপ্রতিষ্ঠানের কোম্পানিকরণের ৯৬ শতাংশ সংস্কার শেষ হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিকরণ হল- চীনের বৈশিষ্ট্যময় আধুনিক শিল্পপ্রতিষ্ঠান ব্যবস্থার প্রয়োজনীয় শর্ত। এর অর্থ- ‘চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান আইনে’ নিবন্ধিত সব শিল্পপ্রতিষ্ঠানকে ‘গণপ্রজাতন্ত্রী চীনের কোম্পানি আইন’ অনুসারে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থা অনুযায়ী গড়ে তোলা।

সাংবাদিক সম্মেলনে ওয়াং আরো জানান, সংস্কারের পর চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের আকার ও সামর্থ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ছে এবং গুণগতমান ও মুনাফা টেকসইভাবে বৃদ্ধি পাচ্ছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)