‘১৭তম চীন-আসিয়ান মেলায়’ সি চিন পিং-এর ভাষণে কী তথ্য রয়েছে?
2020-11-28 18:24:37

নভেম্বর ২৮: গতকাল (শুক্রবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘১৭তম চীন-আসিয়ান মেলা’ ও ‘চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষসম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ‘বেইজিং পরিষেবা মেলা’ ও ‘শাংহাই আন্তর্জাতিক আমদানি মেলার’ পর তিনি আবারও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেলায় অংশ নিলেন। ভাষণে কী তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট সি?

 

চলতি বছর ‘চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল’ স্থাপনের ১০ম বছর পূর্তি। এই দশ বছরকে বলা হচ্ছে, দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ‘সোনালি দশক’। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে, দু’পক্ষের বাণিজ্যিক লেনদেন হয়েছে ৪৮১.৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৫ শতাংশ বেশি। আসিয়ান প্রথমবারের মতো চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।

 

প্রেসিডেন্ট তাঁর ভাষণে চারটি প্রস্তাব দিয়েছেন। তা হল- কৌশলগত পারস্পরিক আস্থা উন্নত করা, উন্নয়নের পরিকল্পনা গভীরভাবে সংযুক্ত করা, বিজ্ঞানসম্মত উদ্ভাবন জোরদার করা এবং ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।

(শুয়েই/তৌহিদ/লিলি)