‘নবম চীন-দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের হিউম্যানিটিস থিঙ্কট্যাঙ্ক সংলাপের’ উদ্বোধন
2020-11-28 16:47:24

‘নবম চীন-দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের হিউম্যানিটিস থিঙ্কট্যাঙ্ক সংলাপের’ উদ্বোধন

নভেম্বর ২৮: চীনা জনগণের বৈদেশিক মৈত্রী সমিতি এবং ইউননান প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে গতকাল (শুক্রবার) ‘নবম চীন-দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের হিউম্যানিটিস থিঙ্কট্যাঙ্ক সংলাপ’ অনলাইনে উদ্বোধন করা হয়েছে।

চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের একাডেমিশিয়ান, মিডিয়া ও বন্ধুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা ‘এশিয়ার সভ্যতা প্রচার করা এবং সম্মিলিতভাবে শান্তি ও উন্নয়ন বেগবান করার’ বিষয়ে গভীর আলোচনা করেছেন এবং একে-অপরের সঙ্গে তথ্য বিনিময় করেছেন।

চীনা জনগণের বৈদেশিক মৈত্রী সমিতির প্রধান লিন সোং থিয়েন তাঁর ভাষণে বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ যৌথ উদ্যোগ ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কল্যাণকর হয়েছে। চীন আরো উচ্চ মানের উন্মুক্তকরণ ও উচ্চ গুণগত মানের উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এতদাঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীর করবে।

সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিনিধিরা এ অঞ্চলের সাংস্কৃতিক বিনিময় ও ফোরামের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি এবং মহামারীর প্রেক্ষাপটে এ সংলাপ আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাঁরা।

(লিলি/তৌহিদ/শুয়েই)