ইরানের অন্যতম শীর্ষ পরমাণুবিজ্ঞানী হামলায় নিহত
2020-11-28 15:03:49

ইরানের অন্যতম শীর্ষ পরমাণুবিজ্ঞানী হামলায় নিহত

নভেম্বর ২৮: ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, রাজধানী তেহরানের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা হামলা চালানো হয়, এরপর গুলি করা হয়। হামলার পর হাসপাতালে নেওয়ার পর মারা যান মোহসেন ফাখরিজাদেহ।

ইরানের তথ্যমাধ্যমের খবরে বলা হয়, ফাখরিজাদেহ ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ ঘটনাকে সন্ত্রাসী তত্পরতা হিসেবে নিন্দা জানান এবং আন্তর্জাতিক সমাজকে এ ধরনের আচরণের বিরোধিতা করার আহ্বান জানান।

(শুয়েই/তৌহিদ/লিলি)