‘ফেনতৌ’ মানববাহী ডুবোজাহাজ চালুর পর অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট সি
2020-11-28 15:15:40

নভেম্বর ২৮: ‘ফেনতৌ’ মানুষবাহী ডুবোজাহাজ সফলভাবে সাগরের ১০ হাজার মিটার গভীরে ডুবে যায়; এরপর আজ (শনিবার) তা বন্দরে ফিরে এসেছে। এ উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

যেসব বিজ্ঞানীরা গভীর সমুদ্রে গবেষণা করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান সি চিন পিং। তিনি বলেন, ‘ফেনতৌ’ গবেষণা ও পরীক্ষার সফলতা থেকে প্রমাণিত হয়েছে যে, সমুদ্রের অন্ধকার ও গভীর অংশে বিজ্ঞানসম্মত অনুসন্ধান ও গবেষণা চালানোর দক্ষতা অর্জন করেছে চীন। এতে উচ্চ প্রযুক্তিগত সামুদ্রিক অভিযানে চীনের সার্বিক সক্ষমতাও প্রমাণিত হয়।

বিজ্ঞানীরা অব্যাহতভাবে চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন এবং সমুদ্র চেনা, রক্ষা করা ও উন্নয়নে নতুন অবদান রাখবেন বলে আশা করেন প্রেসিডেন্ট সি।

(লিলি/তৌহিদ/শুয়েই)