১৭তম চীন-আসিয়ান মেলায় স্বাক্ষরিত চুক্তির মূল্য ২৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
2020-11-28 15:01:58

নভেম্বর ২৮: ১৭তম চীন-আসিয়ান মেলার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গতকাল (শুক্রবার) চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলায় ৮৬টি পুঁজি বিনিয়োগ-সংক্রান্ত সহযোগিতা প্রকল্প স্বাক্ষরিত হয়েছে; যার মোট আর্থিক মূল্য ২৬৩.৮৭ বিলিয়ন ইউয়ান। এটি গত বছরের চেয়ে ৪৩.৬ শতাংশ বেশি।

টানা ১৭ বছর ধরে এ মেলা চলছে। এতে অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠান উচ্চ মানের উন্মুক্ত মঞ্চে বাণিজ্যের সুযোগ পেয়েছে। তারা ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশের বাজার সম্প্রসারণ করছে। এবারের মেলায় স্বাক্ষরিত ১০ বিলিয়ন ইউয়ানেরও বেশি অর্থমূল্যের অভ্যন্তরীণ সহযোগিতা প্রকল্পের সংখ্যা ৪টি। প্রকল্পের গড়পড়তা পুঁজি বিনিয়োগের মান ৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পের আকার এবং গুণগতমান আগের মেলার চেয়ে ব্যাপকভাবে উন্নত হয়েছে।

এ ছাড়া, এবারের মেলায় বিগ ডেটা, বিগ হেল্থ, বিগ লজিস্টিক্স, নতুন জ্বালানি, নতুন উত্পাদন ও নতুন কাঁচামাল- এসব খাতে স্বাক্ষরিত প্রকল্প ৮৫.৩ শতাংশ। যা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ নির্মাণ এবং চীন-আসিয়ানের অবাধ বাণিজ্য এলাকার আধুনিক সেবায় নতুন চালিকাশক্তি যুগিয়েছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)