প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
2020-11-28 19:10:21

রোববার বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করবেন।

এ উপলক্ষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম ও পূর্ব প্রান্তে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে আলাদাভাবে নতুন এ সেতু নির্মাণ করা হবে। জাপান সরকারের সহায়তায় ৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয়ে এ রেলসেতু নির্মাণ করা হচ্ছে। ডুয়েলগেজ ডাবল ট্রাকসহ এ সেতুর দৈর্ঘ হবে প্রায় ৫ কিলোমিটার। ২০২৪ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। সেতুটি নির্মিত হলে দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর ক্রসিংজনিত জটিলতা দূর হবে। বর্তমানে বঙ্গবন্ধু যমুনা সেতুতে রেললাইন থাকলেও তা সিঙ্গেল লাইন।  

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।