কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে চীন-আসিয়ান সহযোগিতা প্রসঙ্গ: সিআরআই সম্পাদকীয়
2020-11-27 18:58:23

নভেম্বর ২৭: আজ (শুক্রবার) ১৭তম চীন-আসিয়ান মেলা, চীন-আসিয়ান বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষসম্মেলন কুয়াং সি প্রদেশের নান নিং শহরে শুরু হয়েছে। মেলা অনুষ্ঠিত হচ্ছে ১ লাখ ৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে। মেলায় মোট প্যাভিলিয়নের সংখ্যা ৫৪০০। ১৫০০টিও বেশি প্রতিষ্ঠান অনলাইনে মেলায় অংশগ্রহণ করছে।

চীন ও আসিয়ান বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অন্তঃদেশীয় বাণিজ্য পার্কসহ নানান ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে আসছে। চলতি বছরে কোভিড-১৯ প্রকোপ অর্থনীতির ওপর কুপ্রভাব ফেললেও, চীন ও আসিয়ানের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত প্রবৃদ্ধি ঠেকাতে পারেনি। চলতি বছরের প্রথমার্ধে আসিয়ান ইতিহাসে প্রথমবারের মতো চীনের বৃহত্তম অংশীদারে পরিণত হয়। গত ১০ মাসে দু’পক্ষের বাণিজ্যের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়েছে।

দু’পক্ষের পারস্পরিক আস্থা ও সমর্থনের কারণে আরসিইপি স্বাক্ষরিত হতে পেরেছে।  আবার আরসিইপি দু’পক্ষের ভবিষ্যত সহযোগিতা সাধনে সহায়ক হবে বলে আশা করা যায়। (রুবি/আলিম/শিশির)