‘চীনা প্রস্তাব’ চীন-আসিয়ান অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গঠনের জন্য সহায়ক: সিআরআই সম্পাদকীয়
2020-11-27 19:37:03

নভেম্বর ২৭:  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) ১৭তম চীন-আসিয়ান মেলা ও চীন-আসিয়ান বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন। ভাষণে তিনি আরও ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গঠনে চারটি প্রস্তাব উত্থাপন করেন। তাতে চীন আসিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার আন্তরিকতা প্রতিফলিত হয়। 

গত ২০১৩ সালে সি চিন পিং আসিয়ানের দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন। এ সদিচ্ছাকে দু’পক্ষের সহযোগিতার ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিশেষ করে, কোভিড-১৯ প্রকোপের প্রেক্ষাপটে, দু’পক্ষ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদারে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।  সি চিন পিং বলেন,  চীন-আসিয়ান সম্পর্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতার মধ্যে সবচেয়ে সফল ও প্রাণচঞ্চল দৃষ্টান্তস্বরূপ। ফিলিপিন্সের প্রেসিডেন্টও তার ভিডিও-ভাষণে এ অঞ্চলে চীনের বিনিয়োগের প্রশংসা করেন এবং এ অঞ্চলের অর্থনীতির একীকরণ প্রক্রিয়ায় চীনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। (রুবি/আলিম/শিশির)