চলুন বেড়িয়ে আসি: অস্ট্রেলিয়ার বড় শহর সিডনি
2020-11-27 17:14:37

চলুন বেড়িয়ে আসি: অস্ট্রেলিয়ার বড় শহর সিডনি

সিডনি (Sydney) অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর যেখানে প্রায় ৫০ লাখ লোকের বাস। গ্লোবালাইজেশনের যুগে এসে জীবন ও জীবিকার খোঁজে নানা ঐতিহ্যের নানা দেশের মানুষ ঠাই নিয়েছে সিডনি শহরে। তাই এখানে আস্তে আস্তে গড়ে উঠছে নানা জাতির মিশেলে এক অন্যরকম পর্যটন এর সমাহার। তাই যখন সিডনিতে থাকবার, ঘুরে বেড়াবার বা খাবার জায়গা খোঁজা হয় তখন এই শহরটি অনেক অনেক সুযোগ নিয়ে তার পর্যটকদের আমন্ত্রণ জানায় সোৎসাহে।

 

সিডনির দর্শনীয় স্থান

সিডনি শহরে দেখার মত আছে অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা। আপনার হাতের সময় ও আপনার আগ্রহ অনুযায়ী ঘুরে দেখতে পারেন বিভিন্ন জায়গা। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে

 

সিডনি অপেরা হাউস (Opera House) : অস্ট্রেলিয়া বলতেই চোখের সামনে ভেসে উঠে পাল তোলা নৌকার মতো এক দালানের ছবি যা অপেরা হাউস নামে পরিচিত। এই আইকনিক বিল্ডিং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর একটি এবং প্রতিদিন হাজার হাজার লোক সমাগম হয় এখানে। অপেরা হাউসের সবচেয়ে ভাল ভিউ পেতে হলে কাছেই মিসেস ম্যাকাউরে’স চেয়ার নামের উঁচু জায়গায় যাওয়া আবশ্যক। চাইলে টিকেট কেটে অপেরা হাউসের ভিতরে ঢুকে ঘুরবার সুব্যবস্থাও রয়েছে। অপেরা হাউসের কাছাকাছি রয়েছে অনেকগুলো ঘুরবার স্থান। লুনা এমিউজমেন্ট পার্ক, তারঙ্গা জু, মাদাম তুসোস মিউজিয়াম হলো এদের মধ্যে অন্যতম।

 

সিডনি হারবার ব্রিজ (Sydney Harbour Bridge) : অপেরা হাউসের পরেই সিডনির বিখ্যাত হারবার ব্রিজের জন্য। এখান থেকে প্রায় পুরো শহরের একটি সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এবং ছবি তোলার জন্য এই স্থানটি আইকনিক। এই ব্রিজে পায়ে হেঁটে উঠবার সুব্যবস্থা আছে এবং বলা হয় সন্ধ্যা বা ভোরে ব্রিজ থেকে পুরো শহরের এক অভূতপূর্ব ছবি উপভোগ করা যায়। নানারকম ক্লাইম্বের ব্যবস্থা থাকলেও হারবার ব্রিজে কম পরিশ্রমে উঠবার জন্য এক্সপ্রেস ক্লাইম্ব সবচেয়ে জনপ্রিয়।

 

ডার্লিং হারবার (Darling Harbour) : সিডনির টুরিস্ট হাব হলো এই ডার্লিং হারবার। এখান থেকে নীল সাগর ও শহরের এক ব্যস্ত চিত্র চোখে সারাক্ষণ ভাসবে। সন্ধ্যায় আলোতে আলোতে ভোরে উঠলে হারবারের দৃশ্য পাল্টে যায় অদ্ভুতভাবে। সিফুড রেস্টুরেন্টের এক অফুরন্ত সমাহার দেখতে পাওয়া যায় এখানে।

 

বন্ডি বিচ (Bondi Beach) : বন্ডাই বিচ সিডনির নামকরা সমুদ্রসৈকত গুলোর মধ্যে একটি। গরমে সূর্যস্নান করতে এখানে বিপুল পরিমাণ মানুষের আগমন হয়। সাদা বালি, শান্ত ঢেউ এবং অসংখ্য ক্যাফে ও রেস্টুরেন্টের জন্য বন্ডাই বিচ তুমুল জনপ্রিয়। বন্ডাই বিচে বছরের সারাসময় ভীড় থাকে তাই এখানে সকাল সকাল যাওয়া ভাল।

 

রয়াল ন্যাশনাল পার্ক (Royal National Park) : ২৬ কিলোমিটার জুড়ে থাকা এই পার্কটি সিডনির জনপ্রিয় ছুটির দিন কাটাবার স্থানগুলোর মধ্যে একটি। শহরের মাঝে প্রকৃতির এক অসাধারন নিদর্শন এই পার্কে গেলে দেখা যায়। এখানে সময় কাটাতে কোন ফি এর দরকার নেই। সমুদ্রের পাশে এই পার্কটির অবস্থান হওয়ায় এখান থেকে সৈকতের আনন্দ উপভোগ করা যায়। এছাড়া এখানে ট্রেইল ওয়াক, হাইকিং, রক অভজারভেশন সহ নানারকম ব্যবস্থা রয়েছে।

 

 

সিডনিতে কোথায় থাকবেন

সিডনি সি বি ডি হচ্ছে তাদের জন্য থাকবার উপযুক্ত জায়গা যারা শহরের মাঝখানে থাকতে চায়। এখান থেকে পর্যটনের জায়গাগুলো যেমন অপেরা হাউস, পিট স্ট্রিট, সেন্ট্রাল ইত্যাদিতে হেঁটে ঘুরে আসা সম্ভব।দা রক্স নামের জায়গাটি তাদের জন্য উপযুক্ত যারা হোটেল থেকে অপেরা হাউস, সিডনি হারবার, হারবার ব্রিজের দৃশ্য দেখতে চান। এখানে বাজেট সাশ্রয়ী হোটেল আছে আবার ৫ তারকার হোটেলেরও কমতি নেই।যাতায়াত এর সুবিধার জন্য যারা সিডনিতে বাস এবং ট্রেনের উপর নির্ভর করতে চান তাদের জন্য সেন্ট্রালে হোটেল খোঁজা সবচেয়ে সুবিধাজনক। এখানে প্রচুর ব্যাকপ্যাকার হোস্টেল এবং মিড রেঞ্জের হোটেল আছে যা পকেট এর যত্ন নিয়ে ভ্রমনকে সাশ্রয়ী করবে।

কেনাকাটা

ফ্যাশন সচেতনদের জন্য সিডনি অনেক বড় বড় শপিংমল নিয়ে নানারকম জিনিসের পসরা সাজিয়ে বসে আছে। সিডনির সবচেয়ে বড় এবং জনপ্রিয় শপিং মল হলো পিট স্ট্রিট শপিং মল। ইন্টারন্যাশনাল রিটেইল ব্র্যান্ডের প্রায় সব দোকান এখানে আছে। পিট শপিং মলের আসেপাশে ছোট ছোট আরও অসংখ্য শপিং মল আছে। তাই এখানে পুরো একটি দিন অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব। কুইন ভিক্টোরিয়া বিল্ডিং, ওয়ার্ল্ড স্কয়ার, শেফ্লি প্লাজা জনপ্রিয় শপিং এর জায়গাগুলোর মধ্যে অন্যতম। কেউ যদি প্রয়োজনীয় নিত্য ব্যবহারের জিনিস বা গ্রসারি শপিং করতে চান তবে প্রায় প্রতি মহল্লাতেই কোলস, উলসওরথ বা আলদি নামের চেইন শপ আছে তার জন্য। 

 

টিপস

অস্ট্রেলিয়ায় খাবার আনার ব্যাপারে প্রচন্ড কড়াকড়ি সুতরাং যেকোনো খাবার বিমানে ভ্রমণের সময় সাথে থাকলে তা এয়ারপোর্টে ডিক্লেয়ার করা আবশ্যক। এক্ষেত্রে ডিক্লেয়ার না করলে ২০০ থেকে ১০০০ ডলার জরিমানা হতে পারে।

সিডনিতে কম খরচে ঘুরবার জন্য প্রত্যেকের অপাল কার্ড করা খুব জরুরী। অপাল কার্ড দিয়ে বাসে, ট্রেনে ,ফেরীতে চড়া যায় এবং প্রায় প্রত্যেক ট্রেন স্টেশনে অপালে টাকা ভরবার মেশিন থাকে। রবিবারে সিডনির ভেতরে যতদূরেই যাওয়া হোকনা কেন বা যত যানেই ওঠা হোক না কেন অপালে সবমিলিয়ে ২.৭০ ডলারের বেশী কাটেনা। এয়ারপোর্ট এবং রাস্তায় অনেক দোকানে অপাল কার্ড পাওয়া যায়।

সিডনি তে ঘুরতে বের হতে হলে একদম সকাল সকাল বের হতে হয় কারণ এখানে সবকিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়।

সিডনি টুরিস্টদের জন্য খুব নিরাপদ শহর তারপরও রাতে ঘুরতে বের হলে অন্ধকার এবং একদম খালি রাস্তা পরিহার করা উচিত।