অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধে অস্ট্রেলিয়াসহ সংশ্লিষ্ট সকল দেশকে বেইজিংয়ের তাগিদ
2020-11-27 18:53:10

নভেম্বর ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, অস্ট্রেলিয়াসহ সংশ্লিষ্ট সকল দেশের উচিত মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ও রাজনৈতিক কারসাজি বন্ধ করা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সামরিক কর্তৃপক্ষের এক তদন্ত-প্রতিবেদনে স্বীকার করা হয় যে, আফগানিস্তানে নিযুক্ত অস্ট্রেলিয়ার সৈনিকরা যুদ্ধাপরাধে জড়িত  ছিল। তারা বন্দি ও সাধারণ মানুষকে হত্যা করেছে। এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, প্রতিবেদনে বিস্তারিত বিষয় দেখে অবাক হয়েছে চীন। আন্তর্জাতিক অঙ্গনে এহেন আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে। অথচ অস্ট্রেলিয়া ও অন্য কয়েকটি পাশ্চাত্য দেশ নিজেদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে প্রচার করে আসছে এবং অন্যান্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এরা প্রায়শই চায়ের কাপে ঝড় তোলে। এ প্রতিবেদন থেকে বোঝা যায়, পাশ্চাত্য দেশগুলো তথাকথিত মানবাধিকার ও স্বাধীনতার নামে আসলে ভণ্ডামি করে থাকে। (শিশির/আলিম/রুবি)