সুন্দরী
2020-11-23 10:16:47

সুন্দরী

বন্ধু, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী আনজিউ’র পরিচয় দিবো। তিনি একজন সংগীতজ্ঞ ও লেখক। তাঁর কবিতা লেখার ক্ষেত্রে দক্ষতা বেশি। তিনি ধারাবাহিক দীর্ঘ উপন্যাস রচনা করেছেন। তিনি সিনা সাহিত্য প্রতিযোগিতার ব্রোঞ্জ পুরষ্কার লাভ করেছেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ঘূর্ণি’ শীর্ষক গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। আনজিউ নিজে গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। তিনি বিখ্যাত্ কন্ঠশিল্পী ইয়েলি’র সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন। আনজিউ সাত ঘন্টা সময় নিয়ে গানটি রচনা করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আনজিউ’র কন্ঠে ‘ঘূর্ণি’ শীর্ষক গান। ২০১২ সালে আনজিউ চীনের গণসংগীত সমিতির উদ্যোগে ‘২০১২ সংগীত‍-চীনা কাপ’ প্রতিযোগিতায় গানের কথা লিখে ও সুর দিয়ে স্বর্ণপদক লাভ করেন। আনজিউ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় থেকেই ছোট উপন্যাস লেখা শুরু করেন। ২০০৫ সাল থেকে তিনি ‘মোলিসারাফ’ ছদ্মনামে ওয়েবসাইটে উপন্যাস প্রকাশ শুরু করেন। তাঁর উপন্যাসগুলো অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সামাজিক নাটক’ শীর্ষক গান। আনজিউ গানটির কথা লিখেছেন। গানটিতে তাঁর তরুণ বয়সের ভালবাসার কথা বলা হয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

সুন্দরী

বন্ধুরা, শুনছিলেন আনজিউ’র কন্ঠে ‘সামাজিক নাটক’ শীর্ষক গান। ২০০৫ সালে আনজিউ ওয়েবসাইটে প্রথমবারের মতো গান পরিবেশন করেন। তিনি আন্জাল নামে নিজের গান প্রকাশ করেন। এর পর তিনি কন্ঠশিল্পী হিসেবে চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর কন্ঠে গান ‘আকাশের সুর’ বলে পরিচিত। তিনি ভালভাবে লেখাপড়া করতেন। বিশ্ববিদ্যালয়ে তিনি বহু কনসার্টে অংশ নিয়েছেন এবং পুরস্কার লাভ করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক গান। গানটি ২০১১ সালে রিলিজ হয়। আনজিউ নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আনজিউ’র কন্ঠে ‘স্বদেশে প্রত্যাবর্তন’ শীর্ষক গান। ২০০৬ সালে আনজিউ কবিতা লেখার চেষ্টা শুরু করেন। একই বছরে তাঁর লেখা দীর্ঘ উপন্যাস গুয়াংসি নর্মাল বিশ্ববিদ্যালয়ের প্রকাশনালয় প্রকাশ করে। ২০০৭ সাল থেকে তিনি সংগীত রচনা শুরু করেন। তাঁর গান খুবই জনপ্রিয় হয়েছে। ২০১০ সালে তিনি ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নতুন দীর্ঘ উপন্যাস লেখা শুরু করেন। তাঁর নতুন উপন্যাস সিনা সাহিত্য প্রতিযোগিতার তৃতীয় স্থান পায়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বোধি ফুল’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। গানটির কথা আনজিউ নিজে লিখেছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আনজিউ’র কন্ঠে ‘বোধি ফুল’ শীর্ষক গান। আনজিউ’র লেখার শৈলী সমৃদ্ধ। তিনি অপরাধ, দু:সাহসিক কাজ, সাসপেন্স, প্রেম, বন্দুকযুদ্ধভিত্তিক উপন্যাস লিখেছেন। ২০১২ সালে আনজিউ বিখ্যাত্ টিভি সিরিজের থিম সং লিখেছেন। ২০১৩ সালে তিনি সিসিটিভি’র আয়োজিত অনুষ্ঠানের থিম সং লিখেছেন। এরপর তিনি অনেক বিখ্যাত্ কন্ঠশিল্পীর জন্য সংগীত রচনা করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমরা যখন যুবক ছিলাম’ শীর্ষক গান। আনজিউ নিজে গানটির সুর রচনা করেছেন এবং গানটির কথা লিখেছেন।

বন্ধুরা, শুনছিলেন আনজিউ’র কন্ঠে ‘আমরা যখন যুবক ছিলাম’ শীর্ষক গান। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ঘনিষ্ঠ বন্ধু ইয়ে লির সঙ্গে যৌথভাবে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে দু’জনের দ্বিতীয় উপন্যাস প্রকাশিত হয়। ২০১৬ সালের ডিসেম্বরে দু’জন দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালে তিনি ইয়ে লি’র সঙ্গে কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সুন্দরী’ শীর্ষক গান। গানটি ২০১০ সালে রিলিজ হয়। গানটিতে চীনের প্রাচীনকালের সংগীতের শৈলী দেখা যায়। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)