চিন শা
2020-11-20 16:00:25

চিন শা

চিন শা হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী এবং অভিনেত্রী। তাঁর চেহারা সুন্দর, কন্ঠও বেশ মিষ্টি, তাই চীনের তরুণ তরুণীদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়।

 

২০০৫ সালে চিন শা’র প্রথম অ্যালবাম ‘বায়ু’ প্রকাশিত হয়। এতে ‘বাতাসের মধ্যে গ্রীষ্মকাল’সহ দশটি গান অন্তর্ভুক্ত রয়েছে। ‘বাতাসের মধ্যে গ্রীষ্মকালের’ গানের কথা এমন: আমার এখনো মনে আছে, সেই বাতাসের মধ্যে গ্রীষ্মকাল; তখন শুধু একাকী অনুভূতি আমার মনে/ বাতাস এখনো আমার সাথে, শরত্কাল চলে এসেছে, মনের আগ্রহ এখনো চলে যায় নি/ চোখ বন্ধ করলেই তোমার মুখ আমার সামনে।

 

এখন শুনুন চিন শা’র আরেকটি গান। গানের নাম ‘ভালোবাসাকে আবিষ্কার করা’। গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন চীনের পুরুষ কন্ঠশিল্পী লিন চুন চিয়ে। গানের কথা এমন: আইসক্রিম ভালোবাসার স্বাদই/ সব কষ্ট ভুলে গেলে মানুষ কতো সুখী হয়!/ কোনো কিছুই বলার দরকার নেই, প্রতিটি শ্বাসে পরস্পরের মনের কথা উপলব্ধি করা যায়/ ফুল সুন্দরভাবে ফোটে, বাতাস এতো উষ্ণ লাগে! তুমি থাকলে সবকিছুই ভালো মনে হয়।

 

এখন শুনুন চিন শা’র আরেকটি গান, গানের নাম ‘ভালোবাসার আকাঙ্খা’। গানে  চিন শা’র সঙ্গে কন্ঠ দিয়েছেন চীনের পুরুষ কন্ঠশিল্পী লিন চুন চিয়ে। গানটি প্রকাশিত হয় ২০০৮ সালের ১৮ অক্টোবর। গানের কথা এমন: আমি সাহসের সঙ্গে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি/ আমি আশা করি, তুমি আমার ভালোবাসা বুঝতে পারো/ চলে যেও না, আমার কাছে আসো/ এটাই আমাদের ভালোবাসার সূচনা।

 

এখন শুনুন চিন শা’র গান ‘তৃতীয় অশ্রু’। গানটি প্রধানত ভালোবাসা হারিয়ে ফেলার পর পর মেয়েটির সাহসের সঙ্গে দুঃখের সঙ্গে লড়াই করার অনুভূতি বর্ণনা করা হয়েছে। এখন শুনুন গানটি।

 

এখন শুনুন চিন শা’র গান ‘তুগু’। গানটি তুগু নামের তিন বোনের দৃষ্টিকোণ থেকে তিন জনের প্রাচীনকালে যুদ্ধে লড়াইয়ের গল্প বর্ণনা করা হয়েছে। কঠোর যুদ্ধের সময় তিন বোন নিজেদের প্রিয় মানুষগুলোকেও খুঁজে পেয়েছেন। এখন শুনুন গানটি।

 

এখন শুনুন চিন শা’র গান ‘যদি সবসময় প্রথম দেখার মতো হতো’। গানের কথা এমন: শুধুই তখনকার এক দেখার কারণে আমি তোমার জন্য আজ পর্যন্ত অপেক্ষা করি/ তুমি আমার সামনেই, আমি ‘না’ বলতে পারি না/ যদি সারাজীবন সবসময় প্রথম দেখার মতো হতো, মুহূর্তগুলো চিরদিনের মতো, এটাই হল আমাদের ভাগ্য। আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিন শা’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরো শোনাবো তাঁর একটি গান। গানের নাম ‘তরুণ মুখ’।

 

আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)