তিং তাং
2020-11-13 16:42:48

তিং তাং

তিং তাং, তাঁর আসল নাম উ সিয়ান। ১৯৮২ সালের ১৭ এপ্রিল চীনের চ্যচিয়াং প্রদেশের চিয়া সিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পপশিল্পী।

২০০৭ সালের ৬ অগাস্ট, তিং তাং নিজের প্রথম অ্যালবাম ‘বাসা থেকে চলে যাই’ প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে প্রবেশ করেন। একই বছর তিনি এই অ্যালবাম নিয়ে কেকেবক্স সঙ্গীত তালিকার বার্ষিক নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।

২০০৮ সালের ৮ জুলাই, তিং তাং-এর দ্বিতীয় অ্যালবাম ‘আমি যে মানুষকে ভালোবাসি’ প্রকাশিত হয়। ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর, তিং তাং-এর তৃতীয় অ্যালবাম ‘রাতের বিড়াল’ বাজারে আসে। এতে রক এবং R&Bসহ বিভিন্ন স্টাইলের সঙ্গীত অন্তর্ভুক্ত রয়েছে। এই অ্যালবাম প্রকাশের পর পরই কেকেবক্সের ডিজিটাল সঙ্গীত তালিকার শীর্ষস্থানীয় শত অ্যালবামের চতুর্থ স্থান দখল করে।

২০০৯ সালে তিং তাং প্রেমের টিভি সিরিয়াল ‘পরবর্তী ধাপ হল সুখের’-এর থিম সং ‘আমি তাকে ভালোবাসি’ গেয়েছেন।

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে তিং তাং তাইওয়ান প্রদেশের সঙ্গীত অনুষ্ঠান ‘সুপার স্টারে’ অংশ নেন।

২০১০ সালের ৯ জুলাই, তিং তাং-এর চতুর্থ অ্যালবাম ‘পরবর্তী ধাপ, রানী’ বাজারে আসে। ১৭ জুলাই তিং তাং তাইওয়ানের তাইওয়ান বিশ্ববিদ্যালয়ে ‘ড্রিম গার্ল’ নামের কনসার্ট আয়োজন করেন। এটা ছিল তার প্রথম ব্যক্তিগত কনসার্ট।

২০১১ সালের ২১ জানুয়ারি, তিং তাং-এর অ্যালবাম ‘ভবিষ্যতের প্রেমিকা’ রিলিজ হয়। তারপর ২৩ জানুয়ারি তিনি দ্বিতীয় বারের মতো তাইওয়ানের সঙ্গীত অনুষ্ঠান ‘সুপার স্টারে’ অংশ নেন। একই বছরের ২৬ মার্চ, তিং তাং মালয়েশিয়ায় দ্বিতীয় মাই এস্ট্রো সঙ্গিততালিকার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

২০১১ সালের ১০ ডিসেম্বর তিং তাং তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে আরেকটি কনসার্ট আয়োজন করেন। পরের বছরের ২৮ এপ্রিল তিং তাং মালয়েশিয়ায় কনসার্ট আয়োজন করেন।

২০১২ সালের ১৮ মে, তিং তাং-এর অ্যালবাম ‘খুব কষ্টে পাওয়া যায়’ প্রকাশিত হয়। এতে ‘তোমার দোষ না’সহ কয়েকটি প্রেমের গান স্থান পায়।

২০১৩ সালের ৩১ মে তিং তাং মালয়েশিয়ায় দুটি ‘ভালোবাসা কষ্টে পাওয়া যায়’ শীর্ষক কনসার্ট আয়োজন করেন।

২০১৪ সালের ৮ জুলাই তিং তাং-এর অ্যালবাম ‘ভালোবাসার সাহস’ রিলিজ হয়। একই বছরের ২৫ অক্টোবর তিং তাং বেইজিংয়ে কনসার্ট আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তিং তাং’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)