সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য দারিদ্র্যমোচন খুবই গুরুত্বপূর্ণ
2020-11-11 16:07:30

২০২০ সাল হচ্ছে সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার গুরুত্বপূর্ণ বছর। সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলা হচ্ছে চীনের ‘প্রথম একশ বছরের’ সংগ্রামের লক্ষ্য বাস্তবায়ন এবং ‘চীনা জাতির মহান পুনরুদ্ধারের চীনা স্বপ্ন’ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেছেন, সার্বিক সচ্ছল সমাজে কেউ পিছিয়ে থাকতে পারে না। চীনের জিডিপি’র মোট পরিমাণ ও মাথাপিছু আয় বেশি হলেও, একজন চীনা অতি দরিদ্র অবস্থায় থাকলে, সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলা সম্ভব নয়। দারিদ্র্যমোচন বাস্তবায়ন সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ।