প্রতি মু জমিতে ১৫০০ কেজি ধান: ফলনে নতুন রেকর্ড
2020-11-04 10:43:54

নভেম্বর ৪: গত ২ নভেম্বর সকালে চীনের হুনান প্রদেশের হেংইয়াং শহরের হেংনান জেলার ধানের পরীক্ষামূলক ক্ষেত্র থেকে সুখবর আসে। ইউয়েন লোং পিং নামের চীনের একজন বিজ্ঞানী এবং তার দলের প্রচেষ্টায় তৃতীয় প্রজন্মের ধানের ফলন প্রতি মু জমিতে  প্রায় ৯১১.৭ কেজি হয়। অন্যভাবে বললে প্রতি হেক্টরে ১৩.৬৮ টন। এর আগে জুলাই মাসে একই পরীক্ষামূলক ক্ষেত্রে প্রতি মু জমিতে প্রায় ৬১৯.০৬ কেজি বা প্রতি হেক্টরে ১৩.৬৮ টন ধানের ফলন হয়। দুই মৌসুম মিলিয়ে প্রতি মু জমিতে ধানের ফলন হয় ১৫৩০.৭৬ কেজি করে, যা একি নতুন রেকর্ড। আজকের অনুষ্ঠানে আমরা ধান নিয়ে আলোচনা করবো।