v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হরতাল বন্ধ ও ব্লাসফেমি আইন করার প্রতিশ্র"তি জাপা'র
2008-12-12 12:47:11

    ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত হলে ধর্ম নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে (ব্লাসফেমি) এবং হরতালসহ রাজনৈতিক সংঘাত বন্ধে আইন করবে জাতীয় পার্টি। এছাড়া দেশকে আটটি প্রদেশে বিভক্ত করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হবে।

    বৃহস্পতিবার সকালে রাজধানীর সুন্দরবন হোটেলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার দলের নির্বাচনী ইস্তেহারে এ ঘোষণা দেন।

    ইস্তেহারে বলা হয়, নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে রেশনিং চালু, নিবন্ধনকৃত অতিদরিদ্রদের মধ্যে বিনামূল্যে চাল, ডাল ও তেল বিতরণের ব্যবস্থা নেবে এরশাদের দল।

    দেশকে আটটি প্রদেশে বিভক্ত করা হবে। প্রত্যেকটি প্রদেশে একটি প্রাদেশিক পরিষদ ও প্রাদেশিক মন্ত্রিসভা থাকবে। প্রাদেশিক সরকারই সংশ্লিষ্ট প্রদেশের উন্নয়নসহ সার্বিক শাসন কাজ দেখভাল করবে। স্থানীয় সমস্যার সমাধান স্থানীয়ভাবেই করা হবে। ঢাকা শহর থেকে কমপক্ষে ৫০ ভাগ সরকারি সদর দপ্তর অন্য জায়গায় স্থানান্তর করা হবে।

    কয়লার বহুমুখী ব্যবহার নিশ্চিত করে বিদ্যুত্ উত্পাদনে কয়লা ব্যবহার করা হবে। রুপপুরে পারমাণু বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে কার্যক্রম শুরু করা হবে। রাজধানীর জন্য আলাদা বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র স্থাপন করা হবে।

    ক্ষমতায় গেলে আল্লাহ, রাসুল ও শরিয়তের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির বিধান সম্বলিত আইন করবে জাতীয় পার্টি। আরবি ভাষায় শিক্ষার জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

    এরশাদ বলেন, 'জনসংখ্যা বিস্ফোরণ'কে এক নম্বর জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হবে। বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হবে। এক বা দু' সন্তানের পর স্থায়ী বন্ধাত্যকরণ পদ্ধতি গ্রহণ করলে তাদের এককালীন নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা হবে।

    সাবেক এ রাষ্ট্রপতি জানান, তার দল ক্ষমতায় গেলে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিকে ১২০ দিনে উন্নীত করা হবে। অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের সব সদস্য বিনামূল্যে চিকিত্সা সুবিধা পাবেন। সরকারি জমি দীর্ঘ মেয়াদের জন্য ভূমিহীনদের বরাদ্দ দেওয়া হবে। রেশনিং ব্যবস্থা জোরদার করা হবে।

    সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান ও পুলিশের জন্য প্রতি জেলায় গৃহায়ন প্রকল্প নেওয়া হবে। আনসার ভিডিপির বেতন ও সুযোগ সুবিধা বাড়িয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়ন করা হবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China