v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সুষ্ঠু নির্বাচনে যে ফলই আসুক, বিএনপি মেনে নেবে: দেলোয়ার
2008-12-12 12:35:34

    ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হলে যে ফলই আসুক না কেন, বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

    বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে নিজের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের তিনি বলেন, "নির্বাচনের ফলাফল মানি না- এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানে যে ফলই আসুক না কেন বিএনপি তা মেনে নেবে।"

    দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আসন বণ্টন নিয়ে চারদলের শরিকদের মধ্যে কোনো সঙ্কট বা সমস্যা নেই। ২০০৭ সালের ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনের সময়ে চারদলের শরিকদের মধ্যে যেভাবে আসন বণ্টন হয়েছিল এবারও প্রায় তেমনটিই রাখা হয়েছে। শুধু দু'একটি আসনে এদিক-ওদিক হয়েছে মাত্র। জোট ও দেশের স্বার্থে বিষয়টি মেনে নিতে হবে। চারদলীয় জোট এ বিষয়ে ঐক্যবদ্ধ আছে।"

    জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে সরকারি ঘোষণাকে ইতিবাচক আখ্যা দিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "বিএনপিসহ চারদল একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ওই দাবি জানিয়েছিল। এই দাবি পূরণের মধ্য দিয়ে চার দলের বিজয় হয়েছে। আমরা সব সময় বলে এসেছি, বিএনপি একটি নির্বাচনমুখী দল। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। জরুরি অবস্থা এক্ষেত্রে প্রধান অন্তরায় ছিল।"

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China