v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২৯তম অলিম্পিক গেমস শুরু--৬
2008-08-08 22:57:35
এটা হল ফুওয়া নি নিকে বর্ণনা করার একটি সংগীত । নি নি আকাশ থেকে এসেছে । এটা একটি উড়ন্ত সোয়লো।এতে এক ধরনের উন্মুক্ত ও উদা চিন্তাধারা প্রতিফলিত হয়েছে। পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতির প্রক্রিয়ায় " উন্মুক্ত চিন্তাধারার আলোকে অলিম্পিক গেমস আয়োজনের " নীতি অনুসরণ করা হয়েছে। ইউরোপের পার্লামেন্ডের স্পীকার পোর্তুরলিন এ বিষয়ের মূল্যায়ন করে বলেন, পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে বিশ্ব ঐক্য ও উন্মুক্তকরণের প্রতীক:

" তথ্য মাধ্যমের প্রচার থেকে সারা বিশ্ব অলিম্পিক গেমস সম্পর্কে আরও বেশী তথ্য পেয়েছে এবং চীন সম্পর্কে আরও বেশী জানতে পেয়েছে। সুতরাং আমি মনে করি, পেইচিং অলিম্পিক গেমস একটি প্রতীক। এটা হল এই বিশ্বের ঐক্য ও উন্মুক্তকরণের প্রতীক"।

অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া হচ্ছে চীনে আরও উন্মুক্তকরণের প্রক্রিয়া। গত সাত বছরে চীন ডাব্লিও টিওতে অন্তর্ভুক্ত করেছে, বৈদেশিক প্রচার মাধ্যমের ব্যবস্থাপনা বিধান সংশোধন করেছে । তা ছাড়া, সরকারের তথ্য আরও উন্মুক্ত ও স্বচ্ছ। " এক বিশ্ব, এক স্বপ্ন" অলিম্পিক গেমসের এই স্লোগানে পুরোপুরি অলিম্পিক চেতনার প্রতি চীনের উপলব্ধি ব্যক্ত করা হয়েছে।

বিশাল রাষ্ট্রীয় স্টেডিয়াম "বার্ড নেস্ট", সুন্দর রাষ্ট্রীয় সাঁতার কেন্দ্র " ওয়াটার কিউব" ও আধুনিক উ খো সন বাস্টেটবল ভবন সহ বিভিন্ন ভেন্যু সবই দেশি-বিদেশী বড় নকশাকারদের যৌথ উদ্যোগে তৈরি পাত্র। পেইচিং অলিম্পিক গেমসের প্রতীক , মঙ্গল প্রাণী, ক্রীড়া চিহৃ , মশাল সহ সকল ডিজাইনে অনেক দেশি-বিদেশি শিল্পীর প্রয়াস প্রতিফলিত হয়েছে।

পেইচিং অলিম্পিক গেমস চলাকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার সংবাদদাতা পেইচিং হাজির হবেন । পেইচিং তাদের আসার প্রতীক্ষায় রয়েছে। ২০০৭ সালের ১ জানুয়ারী , চীন সরকার " পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতি ও চলাকালে বিদেশী সংবাদদাতাদের জন্য সাক্ষাত্কার নীতিমালা " প্রকাশ ও কার্যকর করেছে। নীতিমালাটিতে চীনে বিদেশী সংবাদদাতাদের সাক্ষাত্কারের জন্য সংশ্লিষ্ট পুরাতন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। নীতিমালাটির ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে, বিদেশী সংবাদদাতারা কেবল সংশ্লিষ্ট ইউনিট ও বিশিষ্ট ব্যক্তির অনুমোদন পেলে চীনে সাক্ষাত্কার নিতে পারেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও এ বিষয় ব্যাখ্যার করার সময় জোর দিয়ে বলেন,

"চীনে তাদের সাক্ষাত্কার যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সে জন্য আমরা অব্যাহতবাবে চেষ্টা করবো। এটা হল আমাদের দৃঢ়সংকল্প । আমি বিশ্বাস করি এটা হল সকলের আকাংক্ষা।"

ফুওয়া নি নি একটি সোয়লো। সে সরল ও অকলঙ্ক , তার চলাফেলায় অনায়াস স্বাচ্ছদ্য । সে বসন্ত ও আনন্দ মানুষের জন্য বয়ে আনায়। যেখানে সে উড়ে যায় সেখানে সে " আপনার মঙ্গলের কামনা "জানায়। দীর্ঘকালের প্রচেষ্টায় চীন অবশেষে আধুনিক অলিম্পিক গেমসের স্বাগতিক দেশে পরিণত হয়েছে । বিশ্বও চীনের জন্য সবচেয়ে সুন্দর কামনা দিয়েছে।

চীনে ট্যানজানিয়ার রাষ্ট্রদূত ওমার মাপুরি আবেগের সঙ্গে বললেন,

আমি পেইচিং অলিম্পিক গেমের সাফল্যের কামনা করি। পেইচিং আসার পর আমি অলিম্পিক গেমসের জন্য চীনের প্রস্তুতি কাজ লক্ষ্য করেছি। আমার দৃঢ় বিশ্বাস, পেইচিং অলিম্পিক গেমস অলিম্পিক ইতিহাসে একটি সবচেয়ে জাঁকজকপূর্ণ ও সফল ক্রীড়া সমাবেশ হবে।

ব্রাজিলের অলিম্পিক কমিটির চেয়ারম্যান নুজমান একই কামনা ব্যক্ত করেছেন।

"প্রথমে আমি পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটিকে অভিনন্দন জানাছি।এবারের অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক ও সাংগঠনতিক কাজ অত্যন্ত ভাল। আমি নিশ্চিত করতে পরি যে, পেইচিং অবশ্যই ইতিহাসে একটি সবচেয়ে সুন্দর অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে।

এক সময় চীনে ব্যবসা করা জার্মান নাগরিক মিছেল জুমবেরট পেইচি অলিম্পিক গেমসে আরও আশাবাদী।

আমি মনে করি, চীন এবার সবচেয়ে ভাল অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে। আমি যে সব ভেন্যু দেখেছি সে সব ভেন্যু চমত্কার । পরিসেবা ও সংগঠন উভয়ই ভাল। চীনা মানুষের কর্ম রীতিনীতি আমি খুব পছন্দ করি। তারা সন্দর কাজের জন্য সব সময় যথাসাধ্য চেষ্টা করেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China