v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২৯তম অলিম্পিক গেমস শুরু--৭
2008-08-08 22:58:36
আজ রাত্রের উদ্বোধনী অনুষ্ঠানের পর , আকামীকাল ৯ আগস্ট অলিম্পিক গেমসের প্রথম দিনের প্রতিযোগিতা শুরু হবে। পেইচিং অলিম্পিক গেমসে ভাল সাফল্য অর্জন করা বিভিন্ন দেশের ক্রীড়াবিদের সাভাবিক অভিন্ন আকাংক্ষা।

নাইজেরিয়ার নারী ক্রীড়াবিদ গ্রাস ডানিয়েল প্রথম বার অলিম্পিক গেমসের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেবেন। তার লক্ষ্য কী?

আমি জানি, এখানে অনেক সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় আছে। কিন্তু আমি সর্বাত্মক চেষ্টা করবো। যেহেতু আমি অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সিদ্ধন্ত নিয়েছি সেহেতু আমি কাদের সঙ্গে প্রতিযোগিতা করবো তা কিছু আসা যায় না । আমি কেবল ভালভাবে খেলতে চাই। আমার বিশ্বাস, আফ্রিকা মহা দেশ আমার জন্য গর্বিত।

৪২ বছর বয়স্ক অষ্ট্রেলিয়ার নৌকাবাইচ খেলোয়াড় জামস টোমকিনস ষষ্ঠ বার অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন। ৩তম অলিম্পিক গেমসের স্বর্ণপদক বিজয়ী ও ৯তম বিশ্ব প্রতিযোগিতার চ্যাম্পীয়ন হিসেবে তাকে অষ্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে মহান নৌকাবাইচ খেলোয়াড় বলে গণ্য করা হয়। তিনি বলেন, পেইচিং ভ্রমণ তার জন্য তাত্পর্যসম্পন্ন।

পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে সুপ্রাচীন চীনা সভ্যতার সঙ্গে সুদীর্ঘ ইতিহাসসম্পন্ন অলিম্পিকের একটি মহান করমর্দন, চীনের সংস্কৃতির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির একটি উত্তম আলিঙ্গন ও প্রাচ্য আধুনিকতার সঙ্গে পশ্চিম্য আধুনিকতার একবার আবেগপূর্ণ কথোপকথন।" এক বিশ্ব , এক স্বপ্ন " এই পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্লোগানে অলিম্পিক গেমসের প্রতি চীনা জনগণের আকাংক্ষা প্রতিফলিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেন,

"এই স্লোগান আমাদের আন্তরিক আকাংক্ষা ব্যক্ত করেছে। চীনা জনগণ বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে একত্র অলিম্পিক চেতনার আহ্বানে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে , অলিম্পিক ক্রীড়ার নতুন অধ্যায় রচনা করতে ও মানবজাতির সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে ইচ্ছুক।"

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China