v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২৯তম অলিম্পিক গেমস শুরু--৩
2008-08-08 22:37:47
পেইচিং অলিম্পক গেমসের বিশেষ অনুষ্ঠানে থাকার জন্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ।

এটি ছিল মাস্কট ফুয়া ইং ইং বর্ণনাকারী একটি সংগীত । ইংইং হচ্ছে একটি চতুর ও দ্রুতগামী তিব্বতী নীলগাই । বলা যায় , চীনের বিশেষ ধরণের দুর্লভ প্রাণী হিসেবে ইং ইং সবুজ অলিম্পিকের একটি প্রতীক । সবুজ অলিম্পিক সম্পর্কে পেইচিং বিশ্বের কাছে উদাত্তকন্ঠে প্রতিশ্রুতি দিয়েছিল যে , পেইচিং অলিম্পিকের তিনটি প্রধান চেতনা হিসেবে অলিম্পিক গেমসের আগে , চলাকালে ও পরে সবুজ অলিম্পিক বলবত থাকবে । আজ সবুজ অলিম্পিকের চেতনা পেইচিংয়ে বদ্ধমূল রয়েছে ।

২০০৭ সাল নাগাদ পেইচিংয়ের সবুজীকরণের হার বেড়ে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে এবং পাহাড়ী এলাকাগুলোর সবুজীকরণের হার ৭০.৪৯ শতাংশে পৌঁছেছে । সারা পেইচিং শহরে ২০টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা গড়ে তোলা হয় । এটি শহরের মোট আয়তনের ৮.১৮ শতাংশ । ২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হওয়ার আবেদনপত্রে পেইচিং সবুজীকরণের যে প্রতিশ্রুতি দিয়েছিল , তা পুরোপরিই পালন করে তারো অতিরিক্ত কাজ সম্পন্ন করেছে ।

এতক্ষণ আপনারা পেইচিং বাগান সবুজীকরণ ব্যুরোর মহাপরিচালক তুং রুই লুংয়ের বক্তব্য শুনেছেন । তিনি আরো বলেন , ২০০১ চীন সালফ্যের সংগে ২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হওয়ার যোগ্যতা লাভের পর পেইচিং শহর পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ১৪০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে । সাত বছরের প্রচেষ্টার মাধ্যমে পেইচিংয়ের সমস্ত প্রতিশ্রুতি পালন করা হয়েছে ।

তাছাড়া পেইচিং বায়ু দূষণ রোধের ব্যাপারেও অনেক কাজ চালিয়েছে । বিপুল সংখ্যক দূষিত শিল্প কারখানাকে অন্যত্র সরানো হয়েছে অথবা সেগুলোর রূপান্তর সাধান করা হয়েছে । গত কয়েক বছরে পেইচিং শহর দশ বারো হাজার পুরনো ট্যাক্সি ও পাবলিক বাস বাতিল করে দেয় এবং জ্বালানি সাশ্রয়ী নতুন ধরণের গাড়ি রাস্তায় নামায় ।

গত কয়েক বছরে পেইচিং যে নিরলস প্রচেষ্টা চালিয়েছে , তা বিভিন্ন মহলের প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে । চীনে ট্যাঞ্জানিয়ার রাষ্ট্রদূত ওমার মাপুরি এর মূল্যায়ণ করে বলেন , এখন পেইচিংয়ের বায়ুর গুণগত মানের অনেক পরিবর্তন হয়েছে । বায়ুর গুণগত মান নিশ্চিত করার জন্যে চীন সরকার যে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে , তার কল্যাণে এটা সম্ভব হয়েছে । চীনের রাজধানী পেইচিংয়ে এসে রাজধানী বিমানবন্দর ও শহরে যাওয়ার পথে আমি অনেক বনানীবলয় দেখেছি । দেখতে খুবই আরামদায়ক । পরে আমি দেখতে পেয়েছি , পেইচিং শহরের ভেতরেও এমন অনেক বনানীবলয় রয়েছে ।

৮ মে পেইচিং অলিম্পিক মশার সাফল্যের সংগে চুমোলংমা শৃংগে আরোহন করতে সক্ষম হয় । পৃথিবীর ছাদে যখন মশাল প্রজ্জ্বলন করা হয় , তখন লোকেরা যেমন খেলোয়াড়দের সাহস ও দৃঢ়তা , তেমনি অলিম্পিকের জন্যে বৈজ্ঞানিক শক্তি দেখে বিমোহিত হন । মশালটি চুমোলংমা শৃংগের নিম্ন তাপ , চাপ ও প্রচন্ড বাতাস উপেক্ষা করে বরাবরই প্রজ্জ্বলিত ছিল । এর পেছনে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদদের অবদান রয়েছে । চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গোষ্ঠী এ বিশেষ ধরণের মশাল তৈরির জন্যে বিশেষ গবেষণা বিভাগ স্থাপন করে ।

বস্তুত পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের সময় চীন বিজ্ঞানের ক্ষেত্রে একের পর এক বিস্ময় সৃষ্টি করেছে । যে পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম বার্ড নেস্ট নির্মাণের সময় সবচেয়ে বেশি ইস্পাত ব্যাহার করা হয়েছে এবং এর কাঠামোও সবচেয়ে জটিল । নির্মাণের সময় বহু বাধা-বিপত্তি অতিক্রম করা হয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China