v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২৯তম অলিম্পিক গেমস শুরু--১
2008-08-08 22:35:45
পেইচিং সময় ৮ আগস্ট রাতে এই গানটি চীনের রাজধানী পেইচিংয়ের আকাশে উঠে ২৯তম অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ রাতে পেইচিংয়ে কেউ ঘুমাবে না। এ রাতে সারা চীন আনন্দের সাগরে ডুবে যায়। এ রাতে ২০৫টি দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটির খেলোয়াড়রা পাঁচ রিং পতাকার নিচে মিলিত হয়ে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক পরিবারের মহামিলন বাস্তবায়ন করেন।

এটা হচ্ছে চীনা জনগণের আন্তরিক প্রত্যাশা ও বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি রাখার উত্তেজনাময় সময়। ১৩০ কোটি চীনা মানুষ হাত খুলে সারা বিশ্বকে বলছে, পেইচিং তোমাকে স্বাগত জানায়।

'পেইচিং অলিম্পিক গেমস চীনা জনগণের এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের। আমি চীন সরকার ও জনগণের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বন্ধুদের চীনে পেইচিং অলিম্পিক গেমস অংশ নেয়া এবং দেখা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংবাদদাতাদের পেইচিং অলিম্পিক গেমসে সাক্ষাত্কার নেয়ার স্বাগত জানাই।'

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৩০ কোটি চীনা নারগিকের পক্ষ থেকে সারা বিশ্বের কাছে উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষের দৃষ্টি চীনের দিকে, পেইচিংয়ের ওপর।

'আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিক গেমসের আয়োজনের অধিকার পেইচিংকে দেয়ার সিদ্ধান্ত নিয়ে কখনো অনুতাপ করে না। ৮ আগস্ট অলিম্পিক গেমসের বিরাট আকর্ষণশক্তি ও নিখুঁত সাংগঠনিক কাজ যাবতীয় বিবাদকে স্থলাভিষিক্ত হবে।'

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস রগ ২ আগস্ট পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ নিয়ে শেষ বার রিপোর্ট শুনার পর এই মূল্যায়ন করেছেন। রগ সাহেবের মূল্যায়ন সঠিক কিনা, তা ৮ আগস্ট অলিম্পিক গেমসের চমত্কার উদ্বোধনী অনুষ্ঠানে প্রমাণ পাবো।

তাহলে, আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কি কি চমত্কার বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকবে?

প্রায় সাড় তিন ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠান পেইচিং সময় রাত ৮টা থেকে শুরু হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলোয়াড়দের প্রবেশ অনুষ্ঠান এবং অলিম্পিক গেমসের মশাল প্রজ্বালিত এই চারটি অংশ আছে। সাত বছর আগে অলিম্পিক গেমসের আয়োজনের আবেদন করার সময় চাং ঈ মো 'নতুন পেইচিং, নতুন অলিম্পিক' নাম প্রচার চলচ্চিত্র উত্পাদন করেছেন এবং দেশি-বিদেশি ব্যক্তিদের ভূয়সী প্রশংসা পেয়েছেন। এখন তিনি পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সাধারণ পরিচালক হিসেবে কী নতুন ভাবনা নিয়েছেন?

'আমাদের চীনের পাঁচ হাজার ইতিহাস কত ঔজ্জ্বল্য হয় না কেন, আজ আমরা বিশ্ব জনগণকে কেল এক প্রদর্শনী দেখাতে পারি না। এক কথা, তাকে গানে শুনে মধুর, মনে সহজে রাখা যায় এবং মর্মস্পর্শী। বলা যায়, এথেন্স অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান এক নতুন সৌন্দর্য দৃষ্টিকোণ সৃষ্টি করেছে। তারা ঐতিহ্যবাহী দলগত ফ্রী এক্সঅ্যারসাইজ ত্যাগ করেছে। আমরা অন্য রকম সৌন্দর্য সৃষ্টি করবো।'

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল পরিমাণ চীন সম্পর্কিত উপাদান ব্যবহার হয়। এর মধ্য দিয়ে চীনা জাতির পাঁচ হাজার উজ্জ্বল সংস্কৃতি ও চীনের বর্তমান সমাজের দৃশ্য প্রদর্শন করে। চীনের অপেরা, বাদ্যযন্ত্র, কুংফু, ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ চীনের নানা উপাদান আর অলিম্পিক চেতনার সঙ্গে নিখুঁতভাবে সংযুক্ত হয়ে সারা বিশ্বকে জানাবে যে, চীন কেমন একটি দেশ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China