v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হু চিন থাও-এর সঙ্গে অংশগ্রহণকারী বিদেশী নেতৃবৃন্দের সাক্ষাত্ অনুষ্ঠিত

    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৮ আগস্ট পেইচিংয়ে পৃথক পৃথকভাবে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, সার্কোজি নিজের উদ্যোগেই পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন দিয়েছেন বলে চীন এর সক্রিয় মূল্যায়ন করে। চীন সরকার চীন-ফ্রান্সের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। চীন-ফ্রান্সের সার্বিক অংশীদারি সম্পর্কের সুষ্ঠু স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নেয়ার জন্য দু'পক্ষ অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে পারবে বলে চীন আশাবাদ ব্যক্ত করে। সার্কোজি জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে কৌশলগত অংশীদারি সম্পর্কের উন্নয়ন করা হচ্ছে ফ্রান্সের কূট নীতির অংশ, তা পরিবর্তিত হবে না।

     জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও'র সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, জাপানের সঙ্গে সার্বিকভাবে দু'দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে চীন আগ্রহী। চীন-জাপানের সম্পর্ক সহজেই গড়ে ওঠেনি যে এর উন্নয়নের সুষ্ঠু পরিস্থিতিকে রক্ষা করা যাবে না ।

    আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইর সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, চীন আফগানিস্তানের সার্বোভৌমত্ব , স্বাধীনতা , ভূভাগীয় অখন্ডতা এবং আফগানিস্তানের নিজস্ব উন্নয়নের পথকে সম্মান করে। আফগানিস্তানের পুনর্গঠনে যথাসাধ্য সহায়তা দিতে চীন আগ্রহী।

     রুমানিয়ার প্রেসিডেন্ট ট্রায়ান বাসেস্কুর সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, আগামী বছর চীন-রুমানিয়ার কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী । এটি হচ্ছে দু'দেশের সম্পর্কের উন্নয়নের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক । দু'পক্ষকে এবারের সুযোগকে কাজে লাগিয়ে চীন-রুমানিয়ার বন্ধুত্বপূর্ণ অংশীদারি সম্পর্ককে একটি নতুন পর্যায়ে এগিয়ে নেয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, চীন-ইসরাইলের পারস্পরিক সম্মান, সমর্থন এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতায় সাফল্য ব্যাপক। দু'পক্ষ অব্যাহতভাবে বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান চালাবে এবং পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সম্প্রসারণ করবে বলে তিনি আশাবাদী।

    ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট স্টিফেন মেসিকের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, চীন ক্রোয়েশিয়াকে দক্ষিণ পূর্ব ইউরোপীয় অঞ্চলে চীনের সবচে' ভাল বন্ধু এবং অংশীদার বলে মনে করে। ক্রোয়েশিয়ার জনগণ দেশের অবস্থা অনুযায়ী যে উন্নয়নের পথে এগুচ্ছে এবং ইউরোপীয় একীকরণ প্রক্রিয়ায় চালানো প্রচেষ্টাকে চীন সম্মান করে।--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China