v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিশ্ব নেতাদের বিশ্বাস, পেইচিং অলিম্পিক গেমস সফল হবে
    ৭ আগষ্ট অনেক বিদেশী শীর্ষনেতা এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা বলেন, তাঁরা বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক গেমস সফল হবে।

    ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি হাভিয়ের সোলানা পেইচিং অলিম্পিক গেমস শুরু উপলক্ষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছিকে পাঠানো একটি অভিনন্দন বানীতে পেইচিং অলিম্পিক গেমস সাফল্য কামনা করেছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন চীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করে এবং এই ক্রীড়া মহাসম্মিলনী শুরু হওয়ার প্রতীক্ষায় রয়েছে। তিনি বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক গেমস হবে চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সুষ্ঠু অংশীদারিত্বমূলক সম্পর্কের নতুন সূচনার প্রতীক। দু'পক্ষ ভবিষ্যতে সম্মিলিতভাবে আরো বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করবে।

    জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও চীনা সাংবাদিকদেরকে দেওয়া লিখিত সাক্ষাত্কারে বলেন, চলতি বছর শুধু চীনের অলিম্পিক বর্ষ তাই নয়, বরং সংস্কার ও মুক্তদ্বার নীতি কার্যকরের ৩০ তম বার্ষিকী। তিনি আশা করেন, পেইচিং অলিম্পিক গেমস এই অঞ্চল তথা আন্তর্জাতিক সমাজের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাস্তবায়নে চীনের অবদান রাখার সদিচ্ছা ও সামর্থ্য প্রদর্শনের একটি প্ল্যাটফর্মে পরিণত হবে।

    ভানুয়াতুর প্রেসিডেন্ট কালকত মাতাস্কেলেকেলে সাক্ষাত্কারে বলেন, আমি মনে করি, পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সবচেয়ে সফল অলিম্পিক হবে।

    তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুরাত বাসেসগিওগলু ৭ আগষ্ট তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে পেইচিং অলিম্পিক গ্রামে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেয়ার পর বলেন, তিনি পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের জন্য সন্তুষ্ট। তিনি বিশ্বের মৈত্রী ও শান্তির প্রতীক এই মহোত্সবের প্রতীক্ষায় রয়েছেন।

    ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইভান ভাকজুনিক চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, চীন সরকার অলিম্পিক গেমসের জন্য অনেক প্রস্তুতির কাজ করেছে। তিনি বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সেরা অলিম্পিক হবে।

    জাতিসংঘের উপ-মহাসচিব আচিম স্টেইনার ৭ আগষ্ট বলেন, অলিম্পিক গেমসের স্বেচ্ছা সেবা থেকে গণ কল্যাণের স্বেচ্ছা সেবার চেতনার রূপান্তর হচ্ছে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পেইচিং অলিম্পিক গেমসের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন, পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস চীন তথা বিশ্বে স্বেচ্ছা সেবার চেতনা প্রকাশের জন্য একটি সুযোগ সৃষ্টি করবে।

    রুমানিয়ার প্রেসিডেন্ট ত্রাইয়ান বাসেস্কু ৭ আগষ্ট পেইচিংয়ে রওয়ানা হওয়ার আগে রুমানিয়ায় চীনের রাষ্ট্র দূত লিউ চেং ওয়েন বলেন, ৭ বছর ধরে চীন পেইচিং অলিম্পিক গেমসের জন্য অনেক চেষ্টা চালিয়েছে। তিনি বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক গেমস সফল হবে। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China