v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জার্মানীতে চীনের জাতীয় খেলার বেশি বুড়ো-বুড়ি প্রেমী রয়েছে
2008-08-08 10:37:41
জার্মানীতে এ ধরণের অনেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন, যারা চীনের জাতীয় খেলা টেবিল টেনিসে খুবই আগ্রহী ও পেইচিং অলিম্পিক গেমসের দিকে তাকিয়ে আছেন।

বার্লিনের মারিয়েনফিল্ড জেলার ক্রীড়া ক্লাবের একটি অনুশীলন স্টেডিয়ামে ঢুকলেই আপনি টেবিল টেনিস খেলা ও দৌড়ানোর শব্দ শুনতে পাবেন। কয়েক ডজন জার্মান বৃদ্ধ-বৃদ্ধা এখানে টেবিল টেনিস প্রতিযোগিতা ও অনুশীলন করে থাকেন। তাঁদের সবার বয়স ৫০এর বেশি। তাঁরা সাংবাদিকদেরকে বলেন, তাঁরা জানেন টেবিল টেনিস চীনের জাতীয় খেলা। আসন্ন পেইচিং অলিম্পিক গেমসে তাঁরা টেবিল টেনিসের ওপর সবচেয়ে বেশি দৃষ্টি রাখবেন। তাঁরা চীন ও জার্মান টেবিল টেনিস দলের ডক্ত।

৭৬ বছর বয়সী রল্ফ নেলকের স্বাস্থ্য এখনো বেশ ভাল। বহু বছর ধরে তিনি টেবিল টেনিস খেলে থাকেন। তিনি জার্মানীর প্রবীণ টেবিল টেনিস মহলে খুবই বিখ্যাত্। ১৬ বার তিনি বার্লিন প্রবীণ টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি বার্লিনের পক্ষ থেকে ৮ বার জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এখন তিনি তিনটি যুব টেবিল টেনিস ক্লাবে কোচের দায়িত্ব পালন করছেন। এর ভেতরেও নেলকে সপ্তাহে অন্তত দু'বার প্রবীণ ক্লাবে অনুশীলন করতে যান।

জার্মান টেবল টেনিস প্রেমীরা মানে করে প্রতিটি চীনা মানুষ ভাল টেবল টেনিস খেলতে পারে। ফ্রান্ক মোর্গেনস্টার্নের কোনো সন্দেহই নেই যে, পেইচিং অলিম্পিক গেমসের টেবল টেনিস চীন সবচেয়ে বেশি স্বর্ণপদক পাবে। তিনি বলেন, 'আমার চোখে চীন যে শুধু লোকসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বৃহত্ দেশ তা নয়, বরং পিংপংয়ে শক্তিশালী একটি দেশ। আমি মনে করি টেবিল টেনিসে চীন হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ।'

আসলে এ কয়েক বছরে চীনের জাতীয় খেলা টেবিল টেনিস বহু জার্মানের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। সঙ্গে সঙ্গে চীনের বহু বিশ্ববিখ্যাত্ টেবিল টেনিস খেলোয়াড় জার্মানদের আইডলে পরিনত হয়েছেন। রলফ নেলকে বলেন, তিনি চীনা খেলোয়াড় মালিনের ডক্ত। তিনি বলেন, 'চীনের টেবিল টেনিস খেলোয়াড়রা জার্মানীতে অনেক বিখ্যাত্। চীনের কোনো কোনো অবসরপ্রাপ্ত নারী খেলোয়াড় এখনো জার্মানীতে প্রতিযোগিতা করেন। কোনো কোনো খেলোয়াড়ের জার্মান নাগরিকের সঙ্গে বিয়ে হয়েছে। তাঁরা জার্মানীর পাসপোর্ট পেয়েছেন।'

টেবিল টেনিস জার্মানীতে জনপ্রিয় হওয়া জার্মানীতে এ খেলার মান ক্রমান্বয়ে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। নেলকে বলেন, জার্মানীর খেলোয়াড় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। সেজন্য জার্মানী টেবল টেনিসের ওপর আরো বেশি বেশি মনোযোগ দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, জার্মানী পেইচিং অলিম্পিক গেমসে ভালো করবে।

নেলকেরে মতো অন্য বৃদ্ধ বৃদ্ধারাও বুড়ো বুড়িরা অলিম্পিক গেমসে অংশ নেয়ার প্রত্যাশা করেন।

তিনি বলেন, 'আমি আমরা মনে করি একদিন প্রবীণদের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। আমাদের টেবিল টেনিস ইউরোপ চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এ বছরে প্রবীণ টেবল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশীপ ব্রাজিলের রিও ডি জেনইরো, আগামী বছরে ক্রোয়াশিয়া ও পরবর্তী বছরে চীনে অনুষ্ঠিত হবে। আমি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জনের চেষ্টা করবো।'

ছাই ইউয়ে

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China