নভেম্বর ২: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরিষদ 'চীনের মানবাধিকার ওয়েবসাইট' তৈরি করেছে। সেখানে সিনচিয়াং, তিব্বত, হংকং ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন সোমবার বেইজিংয়ে বলেছেন, নিজেকে 'মানবাধিকারের রক্ষক' দাবি করার যোগ্যতা ও অধিকার যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের উচিত রাজনৈতিক ভাইরাস তৈরি না-করা ও মিথ্যাচার না-করা।
ওয়াং ওয়েন পিন জানান, জনগণকে কেন্দ্র করার মানবাধিকারের চেতনা অনুসরণ করে চীন সরকার প্রায় ১৪০ কোটি মানুষের দেশ থেকে দারিদ্র্য দূর করার ঐতিহাসিক কাজ বাস্তবায়ন করছে। প্রতিটি মানুষের গড় আয়ু ৩৫ বছর থেকে ৭৭ বছরে উন্নীত হয়েছে। ৭০ কোটিরও বেশি মানুষের দারিদ্র্যমোচন হয়েছে, বিশ্বের বৃহত্তম শিক্ষা ও সামাজিক নিরাপত্তাব্যবস্থা, চিকিত্সাব্যবস্থা ও তৃণমূল পর্যায়ের গণতন্ত্র বাস্তবায়ন করেছে, নাগরিকদের বাক-স্বাধীনতা ও ধর্মীয় বিশ্বাসের অধিকার এবং সংখ্যালঘু জাতির মানুষের দেশ পরিচালনায় অংশ নেওয়ার অধিকার নিশ্চিত করেছে।
তিনি জোর দিয়ে বলেন, মানুষের জীবনকে শীর্ষস্থানে রাখার নীতির আলোকে চীন সরকার সবচেয়ে কঠোর ও সার্বিক কোভিড-১৯ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করেছে, সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবন ও মর্যাদা রক্ষা করেছে। এসব কারণে ভাইরাস প্রতিরোধে কৌশলগত গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে চীন।
(আকাশ/তৌহিদ/রুবি)